নিজস্ব প্রতিবেদক, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ হাসপাতালে রোগীর পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। দালাল চক্রর অভিযোগ অস্বীকার হাসপাতালের।ওষুধ ফেরত চাওয়ায় রোগীর পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল বনগাঁ মহকুমা হাসপাতালে।হাসপাতালে দালাল চক্র সক্রিয় দাবি পরিজনদের। গত শনিবার রাতে বনগাঁর জয়পুর এলাকার বাসিন্দা অশোক অধিকারী তার অসুস্থ স্ত্রীকে ভর্তি করেছিলেন বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। অশোক বাবুর স্ত্রীর নাম মিনতি অধিকারী। তিনি বমি ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। অশোক বাবুর অভিযোগ স্ত্রীকে ভর্তি করার পর হাসপাতাল থেকে ছটি ইনজেকশন বাইরে থেকে কিনতে বলা হয়। তা কিনে দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে স্ত্রীর কাছ থেকে জানতে পারি তিনটি ইনজেকশন তাকে দেওয়া হয়নি। ওষুধের হিসেব জানার জন্য বারবার আবেদন করলেও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় ।বিষয়টি নিয়ে অশোক বাবু হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বারুই এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct