আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার প্রতিশ্রুতি দিয়েছেন যে লোকসভা নির্বাচনের পরে ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করলে দেশব্যাপী জাতিভিত্তিক জনগণনা এবং সংরক্ষণের ৫০ শতাংশের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হবে। তাঁর আরও অভিযোগ, আদিবাসী মন্ত্রী হওয়ায় ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস-আরজেডি সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি।রাঁচির শহিদ ময়দানে এক জনসভায় রাহুল বলেন, জোটের সব বিধায়ক চম্পাই সোরেনজিকে অভিনন্দন জানাতে চাই যে তাঁরা বিজেপি-আরএসএস ষড়যন্ত্র বন্ধ করেছেন এবং গরিবের সরকারকে রক্ষা করেছেন।
রাহুল দাবি করেছিলেন যে দলিত, আদিবাসী, অন্যান্য অনগ্রসর শ্রেণিকে (ওবিসি) বন্ডেড শ্রমিক করা হয়েছিল এবং বড় সংস্থা, হাসপাতাল, স্কুল, কলেজ এবং আদালতে তাদের অংশগ্রহণের অভাব ছিল।এটাই ভারতের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের প্রথম পদক্ষেপ হবে দেশে জাতিভিত্তিক জনগণনা করা।বিদ্যমান বিধানের অধীনে ৫০ শতাংশের বেশি সংরক্ষণ দেওয়া যাবে না বলে উল্লেখ করে রাহুল প্রতিশ্রুতি দেন, ইন্ডিয়া জোট দেশের ক্ষমতায় এলে সরকার সংরক্ষণের ৫০ শতাংশের ঊর্ধ্বসীমা ‘তুলে দেবে’।দলিত ও আদিবাসীদের সংরক্ষণে কোনও কমতি হবে না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে সমাজের পিছিয়ে পড়া শ্রেণি তাদের অধিকার পাবে। এটাই সবচেয়ে বড় ইস্যু, সামাজিক ও অর্থনৈতিক অবিচার।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়ই বলতেন, তিনি একজন ওবিসি, কিন্তু যখন জাতিগত জনগণনার দাবি করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে কেবল দুটি বর্ণ রয়েছে - ধনী এবং দরিদ্র।রাহুল বলেন, যখন ওবিসি, দলিত, আদিবাসীদের অধিকার দেওয়ার সময় এল, তখন মোদিজি বলেন কোনও জাতপাত নেই এবং যখন ভোট পাওয়ার সময় আসে, তখন তিনি বলেন যে তিনি একজন ওবিসি।ঝাড়খণ্ড বিধানসভায় চম্পাই সোরেনের নেতৃত্বাধীন সরকার আস্থা ভোটে জেতার পরেই বিজেপির সমালোচনা করে রাহুল অভিযোগ করেন, বিজেপি সরকারকে সরানোর চেষ্টা করেছে কারণ তারা মেনে নিতে পারছে না যে একজন আদিবাসী মুখ্যমন্ত্রী আছেন। রাহুলের অভিযোগ, বিরোধী শাসিত সব রাজ্যেই ওরা (বিজেপি) গণতন্ত্র, সংবিধানকে আক্রমণ করছে এবং মানুষের কণ্ঠরোধ করতে চাইছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct