মনিরুজ্জামান ও ইস্রাফিল বৈদ্য, হাড়োয়া, আপনজন: ইসলামী শরীয়ত,মত ও পথের মধ্যে দিয়ে এগিয়ে চলা এবং দেশ ও দশের কল্যাণ করাই একজন মানুষের মুখ্য কাজ হওয়া উচিত বলে শাসনে এক ধর্মীয় জুলুসে নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ মন্তব্য করেন। উল্লেখ্য, রবিবাসরীয় দুপুরে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা এলাকার শাসনের চৌমুহা হামিদ জালালি(রঃ) হাফিজিয়া খারিজিয়া মাদ্রাসা ও আন্দুলিয়া জামে মসজিদ ও ঈদগাহের উন্নতিকল্পে বাৎসরিক মিলাদ মাহফিলে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। ফারহাদ বলেন, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ সঠিকভাবে মেনে চলাই হল মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত। দীর্ঘদিন ধরে মানুষ যে সংযমের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করে এর দ্বারাই বোঝা যায় মানুষের সহনশীলতা কতখানি। তাই সবাইকে ইসলামী শরীয়ত, মত ও পথের মধ্যে দিয়ে এগিয়ে চলা এবং দেশ ও দশের কল্যাণ করাই মুখ্য কাজ হওয়া উচিত। তিনি বলেন, দেশের মধ্যে যে বিভাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে তাকে নষ্ট করতে একতাই হতে পারে মূল বল।তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বার্তা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে বিভাজিত শক্তিকে পরাস্ত করতে হবে।বর্তমান সময়ে বাংলায় যে শান্তি সম্প্রীতি বিরাজ করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে,তাকে বিপর্যস্ত করতে একশ্রেণীর সাম্প্রদায়িক দল যেভাবে আক্রমণে নেমেছে তার তীব্র প্রতিবাদ করেন ফারহাদ। তিনি আরও বলেন, বিভাজিত শক্তি কখনোই বাংলার মানুষকে ভিভক্ত করতে পারবে না। উপস্থিত ছিলেন দরবার শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি মাসুম বাখতেয়ারী, আলহাজ্ব ইন্নাস আলি, হাজী মইনুদ্দিন, সাহাবুদ্দিন মুহুরি, পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি মোস্তাক আহমেদ বাখতেয়ারি, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা সফিকুল ইসলাম, হাফেজ আলিমুদ্দিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct