শুভায়ুর রহমান, কলকাতা, আপনজন: শীতের তাপমাত্রা অনেকটাই নীচে নেমেছে। দুই বন্ধু সেখ রাজ ও অভিনব জানা কনকনে ঠান্ডার সকালে মেসের সামনের একটি খাবারের দোকানে টিফিন খাচ্ছিলেন। রাজের চোখ যায় রাস্তায় পড়ে থাকা মুমূর্ষু এক বৃদ্ধের দিকে। শুয়ে শুয়ে গোঙাচ্ছেন। সঙ্গে বমিও। দমদমের ব্যস্ত রাস্তায় পথযাত্রীরা যখন নাক ছিটকিনি দিয়ে পিছন ফিরে চলে যাচ্ছেন। তখন পাতের কচুরি ফেলে বৃদ্ধকে বুকে টেনে নেন। মৃত্যুর কোলে ঢোলে পড়ার মুহূর্তে বৃদ্ধকে বাঁচিয়ে তুলতেই হবে। অ্যাম্বুলেন্স পেতে বড্ড দেরি হতে পারে! সেই হিসেব কষেই তৎক্ষণাৎ বৃদ্ধকে একটি ভ্যানে কোনও মতে তোলেন রাজ ও অভিনব। ফুটপাত থেকে সোজা দমদম পুরসভা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে আবার আরজিকর হাসপাতালে। রাজ ও অভিনব ফোনে ডেকে নেন বান্ধবী সুদীপা পাত্রকে। সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত পরীক্ষানিরীক্ষা করে ডাক্তাররা বলেন বৃদ্ধের স্ট্রোক হয়েছে। এক সপ্তাহ ধরে সবসময় পাশে থাকা ডাক্তারদের সাথে কথা বলা, ওষুধ কেনা থেকে শুরু করে সমস্ত কাজ করে এক বৃদ্ধকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুললেন তিন যুবক যুবতী।
জানা গেছে, মেস থেকে খাবার রান্না করে এনে নিজ হাতে খাওয়াতেন সুদীপা। এক সপ্তাহ পরে বৃদ্ধের কিছুটা উন্নতি হলে তাঁর কাছে থাকা একটি নোট বুক থেকে তাঁর ভাইয়ের ফোন নম্বর পায় ওরা। জানা যায় বৃদ্ধের নাম সুনীল আরোরা। বাড়ি পাঞ্জাবে হলেও বছর চল্লিশ থেকে দমদমে ভাড়া থাকেন। পরিবারে থাকার মধ্যে এক ভাই তিনি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকেন। সুনীল বাবু প্লাস্টিক সামগ্রী বিক্রি করেই দিন গুজরান। ভাইকে ফোনে বিশদে জানালে হায়দ্রাবাদ থেকে হাসপাতালে এসে বাড়ি নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। কিন্তু হাল ছাড়েননি পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর থেকে পড়তে আসা তিন যুবক যুবতী। বাড়িতে দেখভালের কেউ না থাকায় অসুস্থ বৃদ্ধের সঙ্গী হয়ে ওঠেন। ওই তিন জন। সর্বক্ষণ পাশে থাকা, খাওয়ানো, ওষুধ কেনা বা খাওয়ান সব কিছুই করতে শুরু করেন। অবশেষে তিন যুবকের চেষ্টায় এক মাস পর গত শনিবার উঠে দাঁড়িয়েছেন বৃদ্ধ। মুমূর্ষূ ব্যক্তিকে বাঁচিয়ে খুশি ওই তিন যুবক-যুবতী। সেখ রাজের কথায়, রাস্তায় কত মানুষ পড়ে থাকেন। ক’জনেরই বা সেবা করতে পারি। সহৃদয় অনেক মানুষ আছেন এখনো দুনিয়ায়। তাঁরা যদি আমাদের মতো কাউকে কাউকে এভাবে রাস্তায় থাকা মানুষের সেবা করে সুস্থ করেন পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। তিন কলেজ পড়ুয়ার এই মহৎ কাজে খুশি সুনীল বাবুর ভাই সহ সুনীল বাবু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct