মাফরুজা মোল্লা, ক্যানিং, আপনজন: রাতের অন্ধকারে সাপ কামড় দিয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী কে। মুহূর্তে সাপটি কাছে পেয়েই মেরে ফেলে। আর এক মুহূর্ত দেরী না করেই চিকিৎসার জন্য মৃত সাপ নিয়ে হাসপাতালে হাজীর হয় মাধ্যমিক পরীক্ষার্থী অরিত্র সাহা।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার দিঘীরপাড় পঞ্চায়েতের জয়দেব পল্লি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিং ডেভিড সেশুন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অরিত্র সাহা।তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ক্যানিং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলে। শনিবার ইংবাজী পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরেছিল। সোমবার ইতিহাস পরীক্ষার জন্য রাতে পড়াশোনা করছিল। সেই সময় আচমকা একটি ঘরচিতি(চিতিবোড়া) সাপ তাকে কামড় দেয়।ভয়ে চিৎকার করে উঠে ওই ছাত্র।চিৎকার শুনে পরিবারের অন্যান্যরা দৌড়ে আসে।রাতের অন্ধকার চিতিবোড়া সাপটি দেখতে পেয়ে মেরে ফেলেন। এক মুহূর্ত দেরী না করে মৃত সাপ নিয়ে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে হাজীর হয় ওই মাধ্যমিক পরীক্ষার্থী।সেই মুহূর্তে ক্যানিং মহকুমা হাসপাতালে কর্তব্যরত ছিলেন সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায়।তিনি সাপ টি দেখে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের কে অভয় দিয়ে আশ্বস্থ করেন।প্রাথমিক চিকিৎসার পর যাতে ওই ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই সাহস দেন।ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, ‘ঘরচিতি সাপ বিষ হীন।সাধারণত পোকা মাকড় খাওয়ার জন্য ঘরে ঢুকে পড়ে। ভয়ের কিছুই নেই। তবে সাপটি মেরে ফেলা একেবারেই উচিৎ হয়নি।সাপ আমাদের পরিবেশ বান্ধব। সাপ কে বাঁচিয়ে রাখা জরুরী।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct