আপনজন ডেস্ক: রাজ্য বাজেট অধিবেশনের উদ্বোধনী দিনে যোগ দেওয়ার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ‘এক দেশ, এক নির্বাচন’ কমিটির বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে উচ্চ পর্যায়ের কমিটিকে চিঠি লিখে বলেছিলেন, এই নির্বাচন ভারতের সাংবিধানিক ব্যবস্থার মৌলিক কাঠামোর পরিপন্থী। তবে রাজ্যের প্রাপ্য কেন্দ্রীয় টাকা দেওয়ার দাবিতে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বৈঠকের জন্য ৫ ফেব্রুয়ারি দিল্লি যাবেন তিনি। তিনি বলেন, ‘তারা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে এবং এ বিষয়ে আমার মতামত জানতে চেয়েছে। মমতার দিল্লি সফর সেই সময় হচ্ছে যখন তার সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেসের সঙ্গে টানাপোড়েন চলছে। তিনি সাধারণ নির্বাচনে সারা দেশে কংগ্রেসের ৪০ টি আসন সুরক্ষিত করার ক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, আমি একদিনের জন্য দিল্লি যাব, তবে রাজনীতির জন্য নয়। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমি দিল্লি যাব এবং ৬ ফেব্রুয়ারি বিকেলে কমিটির বৈঠক শেষে ফিরব। আগামী ৮ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন এই কমিটি বর্তমান সাংবিধানিক কাঠামোর কথা মাথায় রেখে লোকসভা, রাজ্য বিধানসভা, পৌরসভা এবং পঞ্চায়েতগুলির নির্বাচন একসঙ্গে করার জন্য পরীক্ষা করে সুপারিশ করার দায়িত্ব দিয়েছে। অন্যদিকে, এমজিএনআরইজিএ-র অধীনে ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যকে কেন্দ্রীয় তহবিল না দেওয়ার অভিযোগে রবিবার রাজ্যের কিছু অংশে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষের নেতৃত্বে বিক্ষোভকারীরা কলকাতার রেড রোডে দিনভর অবস্থান ধর্মঘট পালন করে, যেখানে তিনি কেন্দ্রের বকেয়া পরিশোধ না করার জন্য বিজেপির তীব্র সমালোচনা করেন। সায়নী বলেন, আগামী দিনে এই জাতীয় আন্দোলন আরও তীব্র হবে। যদিও মুখ্যমন্ত্রী রাজ্যের ২১ লক্ষেরও বেশি মনরেগা কর্মীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবু আমরা বসে থাকব না। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলতে থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct