জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: লক্ষ লক্ষ টাকা দিয়ে সরকারিভাবে তৈরি কমিউনিটি টয়লেট এখন মাছ মুরগির মাংসের দোকানে পরিণত হয়েছে, সেখানে আবার চোখের আড়ালে গড়ে উঠেছে মদ খাওয়ার আখড়া, এমনই ঘটনা ঘটেছে রাজহাট পঞ্চায়েতের রাজহাট মোড় সংলগ্ন এলাকায়, বেশ কয়েক বছর আগেই রাজহাট মোড় ও বাড়োল মোড়ে , ২ লক্ষ ২ লক্ষ ৪ লক্ষ টাকা খরচা করে গড়ে উঠেছিল কমিউনিটি টয়লেট, রাজহাট মোড় এর কমিউনিটি টয়লেটের সামনে মাছ মুরগির দোকান, এবং মুরগির দোকানের সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে সেই কমিউনিটি টয়লেটের ভিতরে, পাশের টয়লেটে ঢুকে দেখা যাচ্ছে সেখানে মদ খাওয়ার আখড়া, মুরগির দোকানের মালিক কে জিজ্ঞাসা করলে তিনি জানান, ফাঁকা ছিল তাই জিনিসপত্র ঢুকিয়ে রেখে দিয়েছি, এলাকার মানুষ জানান এলাকায় একটি কমিউনিটি টয়লেটের অবশ্যই দরকার, রাজহাট মোড়ে কমিউনিটি টয়লেট হলেও সেটি আজ অব্দি চালু হয়নি, এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই , লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কমিউনিটি টয়লেট তৈরি করা হল কেন যদি চালুই না করা যায়, ঠিক এমনই অবস্থা রাজহাট মোড় থেকে একটু এগিয়ে বাড়োল মোড় এলাকায় , টয়লেটের ওপরে ২ লক্ষ টাকা খরচ লেখা থাকলেও, টয়লেট তৈরি হয়েছে তবু জনসাধারণের উদ্দেশ্যে চালু করা হয়নি এই টয়লেট।
এ বিষয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার জানান, এইসব টয়লেট তৈরি করার পর রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার প্রসেস করা হয়, আমরা টেন্ডার প্রসেস করলেও টেন্ডার এ অংশগ্রহণ করেনি কেউ তাই এখনো এইভাবে পড়ে আছে, তবে যদি কেউ দোকানের জিনিসপত্র ভিতরে রাখে সেটা অবশ্যই দেখবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct