আপনজন ডেস্ক: কেন্দ্রের কাছে বাংলার বকেয়া আদায়ের লক্ষ্যে আয়োজিত কলকাতার রেড রোডের ধর্না মঞ্চ থেকে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পে কেন্দ্র অর্থ ছাড়া বন্ধ করে দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকার প্রায় ২১ লক্ষ এমজিএনরেগা জব কার্ডধারীদের বকেয়া বেতন দেবে। ২১ লক্ষ জব কার্ডধারীরা এই প্রকল্পের অধীনে কাজ করেছিলেন কিন্তু নরেন্দ্র মোদী সরকার কর্তৃক অর্থ প্রকাশে বিরতির কারণে ২০২৩ সালের জানুয়ারি থেকে তাদের বেতন পাননি।
তিনি বলেন, বকেয়া মজুরিসহ অর্থ ছাড়ের দাবিতে ৪৮ ঘণ্টা বিক্ষোভ করেছি। আমি তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। অফিসাররা যখনই তাঁদের ডাকা হত তখনই মিটিংয়ে যোগ দিতেন। তা সত্ত্বেও ওরা (কেন্দ্র) বকেয়া মেটায়নি। আমরা কেন্দ্রের কাছে ভিক্ষা চাই না। এটা রাজ্যের হকের টাকা। লক্ষ লক্ষ শ্রমিকের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা। ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকার ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মিটিয়ে দেবে।
শ্রমিকদের বকেয়া সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মমতা ২১ লক্ষ এমজিএনরেগা জব কার্ডধারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়টি লোকসভা ভোটের আগে মোদী সরকারের বাংলার বঞ্চনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। এ বিষয়ে তৃণমূলের এক নেতার প্রশ্ন, ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্প, গ্রামীণ সড়ক ও গ্রামীণ আবাসন, যার জন্য কেন্দ্রের তহবিল রয়েছে, তা গ্রামে অত্যন্ত গুরুত্ব বহন করে। নির্বাচনী প্রচারে বিজেপি বাংলার বকেয়া নিয়ে প্রশ্ন এড়াতে পারবে না।
পশ্চিমবঙ্গ সরকারের সূত্র বলেছে, কর্মীদের বকেয়া পরিষেবা পরিশোধ করতে রাজ্যটি প্রায় ২,৭০০ কোটি টাকার প্রয়োজন হবে। একটি সূত্র বলেছে, পঞ্চায়েত বিভাগ একটি তালিকা তৈরি করেছিল যার মাধ্যমে জব কার্ড ধারীদের বেতন পরিশোধ করা হয়নি। তালিকার অনুসারে, ডিসেম্বর ২০২১ থেকে মার্চ ২০২২ এর মধ্যে প্রকল্পে কাজ করে প্রায় ২১ লক্ষ কর্মী প্রায় ২,৭০০ কোটি টাকার বেতন পাননি।
মুখ্যমন্ত্রী এছাড়াও ইঙ্গিত করেছেন যে তার সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার (পিএমএওয়াই) অধীনে বসতি সংক্রান্ত যারা গ্রামীণ দরিদ্র হিসাবে পাবার অধিকারী ছিলেন তাদের জন্য বাড়ি বরাদ্দ করার জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে।
তিনি বলেন, ওরা (কেন্দ্র) ১১ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য টাকা দেয়নি। আজ আবাস যোজনা নিয়ে কিছু বলব না। এ নিয়ে পরে কথা বলব। যাদের এই প্রয়োজন তাদের আমরা সহায়তা কর।
পরে, মমতা ব্যাখ্যা করেন, তার সরকার কিভাবে গরিব গ্রামীণদের জন্য আবাস নির্মাণ করতে পারে। আমরা চা বাগান কর্মীদের পাট্টা এবং ১.২০ লক্ষ টাকা চা শ্রমিকদের দিয়েছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, সংখ্যালঘু বিভাগ সংখ্যালঘুদের জন্য বাড়ির বিষয়টি দেখবে এবং বাকি বাড়ি দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে, বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা ইঙ্গিত দেন, তিনি লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে কোনঠাসা করতে এই উদ্যোগগুলির উপর জোর দিচ্ছেন। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্য সরকার যাদেরকে বকেয়া বেতন প্রদান করবে তাদের এলাকায় যাওয়া উচিত। আর জনগণকে তারা বোঝাক রাজ্য সরকার তাদের কিভাবে সাহায্য করেছে।
উল্লেখ্য, রেড রোডে এদিনের ধর্না মঞ্চে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাজ পার্টির নেতা যোগেন্দর যাদব। তিনি বেশ কিছুক্ষণ মমতা সঙ্গে মঞ্চে থাকেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct