আজিজুর রহমান, গলসি, আপনজন: পূর্ব বর্ধমানের গলসির ভাষাপুলে জাতীয় সড়কে পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়ে আন্দোলন করলো স্থানীয়রা। এছাড়াও জাতীয় সড়কে দু-পাশে দু-টি ব্যানার লাগান তারা। তাতে লেখা আছে, ৫৩৯+৭৬০ স্থানে ভেন্ট যদি না হয় তাহলে সিংপুর, ভাষাপুর, সুজাপুর, পোতনা, খুরাজ ইত্যাদি গ্ৰামের বাসিন্দারা এনএইচএআই কর্তৃপক্ষকে কোনোরুপ কাজ করার অনুমতি দেওয়া হইবে না। যদি তারা কোনরুপ বলপূর্বক কাজ করিবার চেষ্টা করে, তাহার জন্য শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হইলে এনএইচএআই কর্তৃপক্ষ দায়ী থাকবে। এই নায্য দাবীর জন্য গ্ৰামবাসীগন মৃত্যু বরণ করতে প্রস্তুত আছে। স্থানীয় বাসিন্দা সেখ মহঃ সানিফ, সেখ জাহাঙ্গীর জানান, ভাষাপুল থেকে সিমাসিমি যাওয়ার পথে আট দশটি গ্রাম আছে। রাস্তায় চারটি বাস দৈনিক দু-তিন টিপ করে যাত্রী পরিসেবা দিয়ে থাকে। এছাড়াও এলাকার প্রায় শতাধিক স্কুল কলেজের পড়ুয়ারা নিত্যদিন জাতীয় সড়ক পারাপার করে। তাই এখানে একটি ভেন্ট অর্থাৎ আন্ডারপাশ তৈরী করতে হবে। না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। চাষী মোরসেলিম সেখ জানান, সড়ক পার হয়ে এলাকার বহু চাষী মাঠে যাতায়াত করেন। আন্ডারপাশ না হলে আমাদের এক কিমি পথ ঘুরে যাতায়াত করতে হবে। এর ফলে এলাকার চাষী স্কুল পড়ুয়া সহ সকল মানুষকে আজীবন সমস্যায় পরতে হবে। ব্যাবসায়ী দীলিপ কুমার দাঁ জানান, আন্ডারপাশ না হলে আমাদের এলাকার হাজার হাজার মানুষের সাথে ভাসাপুলের বাজারের ব্যবসায়ীরাও সমস্যায় পরবেন। আমরা বিডিও, জেলা শাসক সহ সবাইকে জানিয়ে ছিলাম। ডিসেম্বর মাসে জেলা শাসক, ব্লক প্রশাসন ও জাতীয় সড়ক কতৃপক্ষ আধিকারিকরা এখানে এসে ভেন্ট করার আশ্বাস দিয়েছিলেন। বর্তমানে সেটি না হওয়ার কথা জানতে পারাই আমরা আবারও আন্দোলন শুরু করেছি। এছাড়াও এলাকার বহু মানুষের দাবী জাতীয় সড়ক কতৃপক্ষ তাদের আন্দোলনের গুরুত্ব বুঝে উপযুক্ত ব্যবস্থা নিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct