জিয়াউল হক, উত্তরপাড়া, আপনজন: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই উত্তরপাড়ায় চাঞ্চল্য,টেস্টে পাশ করেনি,অন্যের এডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র!উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলের ঘটনা।জানা গেছে উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র দশম শ্রেনীর পরীক্ষায় টেস্টে পাশ করেনি।তাই তার এডমিট কার্ডও হয়নি। নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র।অথচ আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায়।যে এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রের গিয়ে সে দেখায় তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল।ফলে এডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের।এরপর স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপিঠে খবর দেয়। পর্ষদের দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয়।ভদ্রকালী স্কুলে এসে তারা ছাত্রের সঙ্গে কথা বলেন।এডমিট কার্ড পরীক্ষা করে দেখেন।ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।অমরেন্দ্র বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় বলেন,ওই ছাত্র স্কুলে অনিয়মিত ছিল।এডমিট কার্ড আসল না।স্বাভাবিক ভাবেই ওর পরীক্ষা দেওয়ার কথা না।পরীক্ষা দিতে দেওয়া হয়নি।হুগলি জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় ঘোষ জানান,ওই ছাত্র টেস্টে পাশ করেনি।পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।যদিও এই বিষয় চন্দননগর পুলিশ কমিশনারেটের এক কর্তা জানান এই বিষয় স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো অভিযোগ সেনি,অভিযোগ এলে বিষয়টি দেখব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct