অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিদ্যালয় গুলিতে পঠন পাঠন, পরিকাঠামো, মিড ডে মিলের মান ও অন্যান্য নানা হাল-হকিকত খতিয়ে দেখতে শুরু হয়েছে পরিদর্শন। তবে পরিদর্শনে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে মধ্যাহ্নকালীন আহারের মানের উপর। পরিস্থিতি সরেজমিন দেখতে পরিদর্শন টিমে উপস্থিত থাকার কথা স্বয়ং জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রকল্প আধিকারিক, ওসি এডুকেশন, অবর বিদ্যালয় পরিদর্শক, সমিতি এডুকেশন অফিসার সহ অন্যান্য আধিকারিকদের। এর ফলে স্বভাবতই তৎপরতা বেড়েছে জেলা শিক্ষা বিভাগে। এ বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ওসি এডুকেশন অরুণ কুমার সরদার জানান, ‘মূলত সঠিকভাবে মিড ডে মিল চলছে কিনা, ছাত্র-ছাত্রীরা ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা, সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে। আমরা পুরো মিড ডে মিল প্রক্রিয়াটিকে একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আনতে চাইছি। মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এসএমএস বা অ্যাপের মাধ্যমে কতজন পড়ুয়া মধ্যাহ্ন কালীন আহার গ্রহণ করবে সেই তথ্য পাঠান তার উপরে জোর দেওয়া হচ্ছে। এর ফলে জেলার পাশাপাশি রাজ্য স্তরেও সংশ্লিষ্ট দপ্তর জানতে পারবে মিড ডে মিল চলছে। রাজ্য ও জেলার যৌথ উদ্যোগে এটা করা হচ্ছে।’জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ২২০৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে চলে মধ্যান্যকালীন আহার। নানা সময়েই খাবারের মান, এসএমএস কিংবা অ্যাপের মাধ্যমে মিড-ডে-মিল মিড ডে মিল সম্পর্কিত দৈনিক রিপোর্ট না পাঠানো, মিড ডে মিল টেস্টিং রেজিস্টার, সঠিকভাবে অ্যাকাউন্ট বুক মেইন্টেন না করার অভিযোগ ওঠে। সে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতেই জোর দেওয়া হচ্ছে এই পরিদর্শনের উপরে।এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সানি মিশ্র জানান, ‘ইতিমধ্যে এই পরিদর্শন শুরু হয়েছে। আমরা গ্রুপ করে এই পরিদর্শন শুরু করেছি। মিড ডে মিলের পাশাপাশি আমরা পঠন-পাঠনের বিষয়ে উপর গুরুত্ব আরোপ করছি। আমরা যে পরিদর্শন করছি, রাজ্য যাতে এই বিষয়ে ফিডব্যাক পায়, সেই ভাবেই আমরা টিম ওয়ার্ক করেই এই পরিদর্শনে নেমেছি। মিড ডে মিল যাতে বাচ্চারা ভালোভাবে পায় সেটাই আমরা খতিয়ে দেখেছি। কোথাও কোন ত্রুটি রয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত মাধ্যমিক পরীক্ষা চলায় পুরো টিম করে বেড়ানো সম্ভব হচ্ছে না।’অন্যদিকে, এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) নিতাই চন্দ্র দাস জানান, ‘দক্ষিণ দিনাজপুর জেলায় ১৪৮ টি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে ১৫৬ এবং ১৭ টি মাদ্রাসা রয়েছে যেখানে মিড ডে মিল চলে। পরিদর্শনে সমস্ত কিছুই খতিয়ে দেখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct