আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি বেলজিয়ান উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যালয়ে ইসরায়েলি বাহিনী বোমা ফেলার জেরে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব এ তথ্য জানিয়েছেন।সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে বোমায় বিধ্বস্ত এনজিও কার্যালয়টির ছবি পোস্ট করে হাদজা লাহবিব বলেন, ‘বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানো একেবারেই গ্রহণযোগ্য নয়।’তিনি আরো বলেন, তিনি এবং বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেজ যৌথভাবে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছেন।এ ইস্যুতে এখনও আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা, নিপীড়ণ ও ভূমি কেড়ে নেয়ার প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকাভিত্তিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ হামলায় ১ হাজার ২০০ জনেরও বেশি সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হয়। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct