রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: শুক্রবার থেকে শুরু হল জীবনের সবচাইতে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। শুক্রবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ তার উপরে পরীক্ষার সময় অনেকটা এগিয়ে আসাই প্রথম দিনে কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো দুপুর ১১টা ৪৫ থেকে তবে এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯টা ৪৫ থেকে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে উপস্থিত হলেন কান্দির নবগ্রাম কেবিসিএস হাইস্কুলে। এখানে উদয়চাঁদপুর হাইস্কুলসহ কয়েকটি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছিলেন । সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় হল এই হাইস্কুলের পাশেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল বহরমপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার নিয়ে নবগ্রাম কিশোর সংঘ মাঠে রাত্রি যাপন করেন। সেখান থেকে সকাল আটটা নাগাদ ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল ১০ টার পর ন্যায় যাত্রা শুরু হয়। একই রাস্তায় রাহুল গান্ধীকে দেখতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। যদিও সময় মতো মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে যেতে পারে তার সমস্ত ব্যবস্থা করেছিলেন কান্দি থানার পুলিশ। এ বিষয়ে উদয়চাঁদপুর হাইস্কুলের ছাত্রী আয়েশা খাতুন বলে “ সকাল থেকেই কুয়াশা বাড়ি থেকে আসতে সমস্যা হয়েছে। তবে ১১ টা থেকে পরীক্ষা হলে সুবিধা হতো। “ সব মিলিয়ে প্রথম দিনের বাংলা পরীক্ষা নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct