নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শীঘ্রই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘোষণা হতে চলেছে। এই নির্বাচন অনেক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, এই নির্বাচন দেশের ইতিহাসের এক নির্ণায়ক বাঁক নিতে চলেছে। পূর্ণ সচেতনতা ও বাস্তবমুখী প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচনে গঠনমূলক দিকনির্দেশনা মানুষদের দিতে হবে। অজ্ঞতা ও নিষ্ক্রিয়তা দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করে। প্রিয় ভাইয়েরা! নির্বাচনে ভোট দেওয়াকে সবচেয়ে কার্যকর অংশ বলে বিবেচনা করা হয়। আজও আমাদের রাজ্যে বহু সংখ্যক মানুষ আছেন, যারা ভোটার কার্ড তৈরি করেননি। ভোটার তালিকায় নামের সংশোধনে সক্রিয় নন। ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ গেছে। লোকসভা নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে রাজ্য জামায়াতে ইসলামি হিন্দের তরফ থেকে বিশেষ করে সংখ্যালঘুদের এ ব্যাপারে সক্রিয় হওয়ার আহ্বান জানিযেছে। জামায়াত তার আহ্বানে বলেছে, আপনার এলাকার বিএলও বা বুথে যেখানে নাম নথিভুক্তকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে সেখানে গিয়ে আপনার, আপনার পরিবারের সদস্যদের নাম চেক করুন। যদি আপনার নাম না থাকে তাহলে অবিলম্বে ৬ নং ফর্ম পূরণ করে নতুন করে আবেদন করুন। যত তাড়াতাড়ি সম্ভব ভোটার তালিকায় নতুন নাম নিবন্ধন করুন। আপনার বাড়ির বা পরিবারের সদস্যদের মধ্যে যারা ১৮ বছর বয়সে পৌঁছেছেন, তাদের ভোটার তালিকায় নাম নিবন্ধন করা উচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct