সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: শুক্রবার রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় শুরু হয় ২৪ সালের মাধ্যমিক পরীক্ষা এবার মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থী ৭৮৩১৯ ও মোট পরীক্ষা কেন্দ্র ১৫৩।শুক্রবার প্রথম পরীক্ষা ছিল বাংলা,সকাল বেলায় প্রচন্ড কুয়াশাকে উপেক্ষা করেই ছাত্রছাত্রীরা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়,পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে যায়। মু্র্শিদাবাদের জলঙ্গী ব্লকে পাঁচটি স্কুলকে পরীক্ষা কেন্দ্রে করা হয়।যথা কাজীপাড়া হরিদাস বিদ্যাভবন, সাগরপাড়া উচ্চ বিদ্যালয়, জলঙ্গি হাই স্কুল,বাগমারা হাই স্কুল, টিকরবাড়িয়া কে এন হাই স্কুল। এদিন সকাল সাতটা থেকে পরীক্ষার্থীরা বাড়ি থেকে পরীক্ষার উদ্দেশ্য বেরোয়।এই বছর নতুন পরীক্ষা সময় সূচি হওয়ায়, সময় ৯.৪৫ হওয়াই অনেকেই ঘুম থেকে উঠে না খেয়েই পরীক্ষা দিতে যায় এদিন। রাস্তায় ঘন কুয়াশা ছিল। তবুও জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে হাসিমুখে বাড়ি থেকে বেরোয়। পরীক্ষা শুরু সকাল ৯.৪৫ থেকে,পরীক্ষা শেষ হয় বেলা একটার সময়।
পরিষদের নির্দেশ অনুযায়ী পরীক্ষা হলে মোবাইল, ইলেকট্রনিক্স ঘড়ি সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পাশাপাশি পরীক্ষা হলের চারিদিকে কড়া পুলিশি নিরাপত্তা ছিল এদিন।এদিনের পরীক্ষা চলাকালীন জলঙ্গির এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে , অসুস্থ পরীক্ষার্থী জলঙ্গী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া খাতুন বাগমারা হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিল। মায়ের সঙ্গে প্রথমদিন পরীক্ষা দিতে এসেছিল। সকাল ৯টা ৪৫ মিনিটে পরীক্ষার খাতা দেওয়ার পর পরই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে সুরাইয়া খাতুন। হঠাৎ পেটে যন্ত্রনা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রেই ছিল মেডিক্যাল টিম। তারপর তাকে পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করার পরেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও সে হাসপাতালে সুস্থ ভাবে পরীক্ষা দিতে পারেনি। যন্ত্রণার জন্য সে কিছুই লিখতে পারেনি। অসুস্থ থাকার জন্য সে অতিরিক্ত সময় চেয়েছিল কিন্তু তা দেওয়া হয়নি। ১টা ১ মিনিটে তার খাতা জমা নিয়ে নেওয়া হয়। ঘটনায় চিন্তিত অসুস্থ পরীক্ষার্থী সুরাইয়া খাতুন সহ তার মা,কিভাবে বাকি পরীক্ষা দেবে সেই চিন্তায় চিন্তিত ।অপর দিকে ডোমকলে অসুস্থ হল এক মাধ্যমিক পরীক্ষার্থী।অসুস্থ পরীক্ষার্থীর নাম সায়ন সেখ। মধুরকুল হাই স্কুলে সে পরীক্ষা দিচ্ছিল। অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে পুলিস উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করেন সেখানেই চিকিৎসারত ছিলেন।তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসেনি মাধ্যমিক এর প্রথম পরীক্ষার দিনে সুস্থ ভাবে সম্পূর্ণ হয় শুক্রবার প্রথম মাধ্যমিক পরীক্ষা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct