আপনজন ডেস্ক: তাজিকিস্তান-জর্ডানের লড়াই দিয়ে আজ শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপের চলতি আসরের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। কাতারের আহম্মেদ ইন আলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত্র ১১.০০টায়। একই দিনের রয়েছে আরেকটি বড় ম্যাচ। যেখানে বাংলাদেশ সময় দিবাগত রাত২.০০ টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তাজিকিস্তান ও জর্ডান দুই দলই দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালে ওঠে। শেষ ষোলোতে সংযুক্ত আরব আমিরতাকে টাইব্রেকারে হারায়। এই আসর দিয়ে এএফসি এশিয়া কাপে অভিষেক হয় তাজিকিস্তানের। কোয়ার্টার ফাইনালে ১০৬ নম্বর র্যাঙ্কিংয়ের দল তাজিকিস্তানের প্রতিপক্ষ ৮৭ নম্বর দল জর্ডান শেষ ষোলোয় ইরাককে ৩-২ গোলে হারায়। মুখোমুখি ৫ বারের লড়াইয়ে ৩ জয় নিয়ে এগিয়ে জর্ডান। তাজিকিস্তানের জয় ১ আর ড্র হয় এক ম্যাচ দুই দলই এবারের আসরে নিজেদের পারফর্মেন্স দিয়ে অবাক করেছে সবাইকে। আজ যেই জিতুক, তারাই প্রথমবার সেমিফাইনালে ওঠার স্বাদ পাবে তারা। আল জানৌব স্টেডিয়ামে দিনের অন্য খেলা অস্ট্রেলিয়া-কোরিয়ার লড়াই এককথায় ব্লকবাস্টার। শেষ ষোলোয় ইন্দোনেশিয়ার বিপক্ষে ৪-০ গোলের সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। তবে এক্ষেত্রে বেশ ঘাম ঝড়াতে হয় কোরিয়াকে। সৌদি আরবের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে সমতায় ফেরে তারা।
এরপর টাইব্রেকারে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কোরিয়া। ২০১৫ সালে এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া ও কোরিয়া। যেখানে অতিরিক্ত সময়ের গোলে কোরিয়াকে হারিয়ে শিরোপা জেতে সকারুরা। ফলে কোরিয়ার সামনে থাকছে প্রতিশোধের মঞ্চও। সব প্রতিযোগীতা মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। ৩৩ বারের দেখায় তাদের জয় ১১ ম্যাচে। আর ১২ জয় অস্ট্রেলিয়ার। বাকি ১০ ম্যাচে কোনো ফল আসেনি। আফ্রিকার বিশ্বকাপ খ্যাত আফকোনে এবার অঘটনের অভাব নেই। ফেভারিটদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে একাধিক আন্ডারডগ দল। গত বিশ্বকাপের সেমিফাইনাল খেলা মরক্কো, বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল, সাতবারের চ্যাম্পিয়ন মিশর, পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন, চারবারের চ্যাম্পিয়ন ঘানা, একবার করে শিরোপা জেতেয়া আলজেরিয়া ও তিউনিশিয়ার মতো দলগুলো বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালের আগেই। নাইজেরিয়া ও অ্যাঙ্গোলার লড়াই দিয়ে আজ শুরু হচ্ছে এবারের কোয়ার্টার ফাইনাল পর্ব। একই দিনে গিনির প্রতিপক্ষ কঙ্গো। সেনেগালের ফেলিক্স স্টেডিয়ামের দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ১১.০০টায় অ্যাঙ্গেলোর মুখোমুখি হবে নাইজেরিয়া। শেষ ষোলোয় ক্যামেরুনের বিপক্ষে দাপুটে জয়ের পর শিরোপা জেতায় এখন নাইজেরিয়া হট ফেভারিট। নাইজেরিয়ার মূল শক্তি ডিফেন্স। শেষ তিন ম্যাচে তারা কোনো গোলই হজম করেনি। দলটির নাপোলি স্টার ভিক্টোর ওসিমেন শেষ তিন ম্যাচে মাত্র এক গোল করলেও তার পারফর্মেন্স বাকিদের অনুপ্রাণিত করছে। অন্যদিকে ২০০৮ সালে সেমিফাইনাল খেলার পর এবারই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাঙ্গোলিয়া। কোয়ার্টারে ওঠার পথে নামিবিয়া, বুরকিনা ফাসো। মাউরিতানিয়ার বিপক্ষে জয় পায় তারা। আর প্রথম ম্যাচে ড্র করে আলজেরিয়ার বিপক্ষে। যেখানে নাইজেরিয়া এই আসরে গোল করে ৫টি, সেখানে অ্যাঙ্গোলিয়ার গেলসোন ডালা (৪) আর মাবুল্লু (৩) মিলে ৭ গোল করে। দিনের আরেক খেলায় বাংলাদেশ সময় দিবাগত রাত ২.০০টায় কঙ্গোর প্রতিপক্ষ গিনি। ১৯৭৪ সালে সর্বশেষ শিরোপা জতেয়া কঙ্গো এই আসরে একটি ম্যাচও এখন পর্যন্ত নির্ধারিত সময়ে জিততে পারেনি। গ্রুপ পর্বে টানা তিন ড্র এরপর শেষ ষোলোয় মিশরকে হারায় টাইব্রেকারে। কোয়ার্টার ফাইনালে গিনির ওঠাও অনেকটা নাটকীয়। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে মোহাম্মদ বায়োর গোলে জয় পায় তারা। এই প্রথম আফকোনে কোনো নকআউট ম্যাচ জেতে গিনি। ১৯৭৬ সালে গিনি রানার্স আপ হয় কিন্তু তখন ফরম্যাট ভিন্ন ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct