এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষক মহাশয় কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন, আজকের পর থেকে তিনি আর বিদ্যালয়ে আসবেন না, বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে গুরুজনদের মুখে এমন কথাই শুনছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷ কিন্তু বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির সায়ন পোদ্দার, রাকিব মোল্লা, চতুর্থ শ্রেণির প্রান্তিক দেবনাথ সাহা, আলম সরদারদের কাতর আর্জি স্যার চলে যাবেন না, আপনি আগের মতো নিয়মিত স্কুলে আসবেন, আমাদেরকে পড়াবেন ৷ ছাত্র-ছাত্রী সহ বিদ্যালয় কর্তৃপক্ষের এমনই অনুরোধে সাড়া দিয়ে শুধুমাত্র খাতা কলমে অবসর গ্রহণের কথা জানালেন স্বরূপনগরের সগুণা ২নং প্রাথমিক বিদ্যালয়ের বিশেষভাবে সক্ষম শিক্ষক তাপস কুমার মন্ডল ৷ তাপস বাবু বলেন যতদিন পারব নিরবিচ্ছিন্নভাবে বিদ্যালয়ে আসব, ছাত্র-ছাত্রীদেরকে পাঠ দান করব ৷
জানা গিয়েছে, ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয়েছিলেন তাপস কুমার মন্ডল ৷ তবুও উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সচেষ্ট ছিলেন তিনি, অবশেষে ১৯৯৮ সালে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পান ৷ হাঁটাচলা না করতে পারলেও ট্রাই সাইকেলে করেই বৃহৎ কর্মজীবন অতিবাহিত করলেন তাপস বাবু ৷ বুধবার ছিল কর্মজীবনের শেষ দিন ৷ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মহিউদ্দিন মন্ডলের তত্বাবধানে তাপস বাবুর বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এদিন এনসিসি শিক্ষার্থীরা ‘গার্ড অফ অনার’ সম্মান প্রদান করে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বিদায়ী শিক্ষককে বিদ্যালয়ে আনা হয় ৷ বিশেষভাবে সক্ষম হয়েও তাপস বাবুর নিষ্ঠা, পাঠদানের দক্ষতা নিয়ে ভূষসি প্রশংসা করতে দেখা যায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের ৷ এ দিন বিদ্যালয়ের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দিয়ে বিদায়ী শিক্ষক তাপস কুমার মন্ডলের হাতে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান ধর্মের তিনটি ধর্মগ্রন্থ তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠান থেকে পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেন স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ কর । উপস্থিত ছিলেন ‘বেডসে’র রাজ্য সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক সাহাজাহান মন্ডল সহ-সভাপতি আলফাজ হোসেন, নুরুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct