সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: রামপুরহাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাদ থেকে কাচের রেলিং ভেঙে পড়ে গিয়ে গুরুতর জখম ১০ বছরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রী। ছাত্রীটির বাড়ি নলহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। ঘটনাটি বুধবার দুপুরে টিফিনের সময় অন্যান্য সহপাঠীদের সাথে ছাত্রী নাইরা শাও স্কুলের দোতালায় খেলা করার সময় কাচের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। স্কুল কতৃপক্ষ তড়িঘড়ি জখম অবস্থায় ছাত্রীটিকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।জখম ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে কোলকাতায়। যদিও স্কুল কর্তৃপক্ষ ঘটনা নিয়ে সেইসময় কোন মন্তব্য করতে চাননি।বেসরকারি স্কুলের এই ঘটনার পর স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। ছাদের দোতালায় কিভাবে কাচের রেলিং দেওয়া হল? কেন কাচের পর লোহার ব্যারিকেট দেওয়া হয়নি? সেই নিয়ে উঠছে নানা প্রশ্ন। যেখানে ছোট ছোট শিশুরা ওই ইংরেজি মাধ্যম স্কুলে, জীবন গড়ার লক্ষ্যে পা দিয়েছেন, সেখানেই চতুর্থ শ্রেণীর ছাত্রী তার জীবনের সাথে লড়াই করছেন বর্তমানে হাসপাতালে।এনিয়ে বৃহস্পতিবার অভিভাবকরা স্কুল কতৃপক্ষের নিকট বিক্ষোভ দেখান। প্রথমার্ধে যদিও স্কুল কতৃপক্ষ অভিভাবকদের সঙ্গে দেখা করতে চাননি। যার জন্য প্রায় তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের। শেষ পর্যন্ত সাক্ষাৎ করে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন। যেখানে ছোট ছোট শিশুদের জন্য এই স্কুল সেখানে শুধু কাঁচের ঘেরা রেলিং কেন? কেনো লোহার রেলিং লাগানো হয়নি। এবিষয়ে অভিভাবকদের অভিযোগ যে, ইতিপূর্বে অভিভাবক মিটিং এ কাঁচের রেলিং এর জায়গায় লোহার ব্যারিকেড লাগানোর কথা হলেও তা না লাগানোয় এই দূর্ঘটনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct