আপনজন ডেস্ক: বিকাশমান ৫ অর্থনীতির দেশের জোট ব্রিকস এখন আরো শক্তিশালী। এ জোটের সদস্যপদ পেয়েছে সৌদি আরবসহ নতুন ৫টি দেশ। এখন ব্রিকসের মোট সদস্য হলো ১০টি দেশ।ব্রিকসের নতুন সদস্য হওয়া ৫ দেশ হলো- সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। এ জোটের আগের ৫ সদস্য হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।গত বছরের আগস্টে আর্জেন্টিনাসহ এই ৫ দেশকে পূর্ণ সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশ ৬টির সদস্যপদ চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বুধবার দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী নালেদি পান্দর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার আবেদনপ্রক্রিয়া এগিয়ে না নেয়ার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা।২০০৬ সালের জুনে সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থমন্ত্রীদের এক বৈঠকে ব্রিকস প্রতিষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct