দেবাশীষ পাল, মালদা, আপনজন: নিখোঁজ হওয়া নাবালিকা স্কুল ছাত্রীর গলা কাটা মৃতদেহ উদ্ধার।ঘটনায় অভিযুক্তর বাড়ি ভাঙচুর। জিনিসপত্রে আগুন ধরিয়ে দিলো উত্তেজিত জনতা। মালদার ইংলিশ বাজারের আম বাজারে এলাকা থেকে উদ্ধার দেহ। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মালদা সফরের ২৪ ঘন্টা আগে ইংলিশবাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাত্রে নিখোঁজ হওয়া ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিল ছড়া দূরত্ব আম বাজার থেকে। তবে দেহ উদ্ধার হল এখনো মুণ্ডু পাওয়া যায়নি ছাত্রীর। পাশাপাশি নিখোঁজ হওয়া এই দেহ ওই ছাত্রেরই কিনা সেটি ও শনাক্তকরণ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct