আপনজন ডেস্ক: মৌসুম শেষ হতে এখনো বাকি ৬ মাস। তবে এরই মধ্যে পরবর্তী কোচ খোঁজা শুরু করতে হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে। আগামী ৩০শে জুনের পর দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ । জাভির স্থলাভিষিক্ত হতে পারেন এমন বেশ কয়েকজনকে নিয়ে গুঞ্জন। যাদের মধ্যে বার্সেলোনার সাবেক ও পিএসজির বর্তমান কোচ লুইস এনরিকে, বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হ্যান্সি ফ্লিক ও লিভারপুলের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লপের নাম রয়েছে।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডের মতে বার্সেলোনার পরবর্তী কোচ হতে পারেন ফ্লিক। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা নাকি জাভির জায়গায় তাকে কোচের দায়িত্ব দিতে চান। ইতিমধ্যে ফ্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টাও শুরু করেছেন তিনি। এর আগে ২০২১ সালেও তাকে প্রস্তাব দেন লাপোর্তা। তখন ব্যর্থ হন তিনি। লাপোর্তা মনে করেন। বার্সেলোনার বর্তমান স্কোয়াডের খেলোয়াড়রা ফ্লিকের কোচিং কৌশলেই সফল হবেন। বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে ৭টি শিরোপা জেতা এই কোচ পরে দায়িত্ব নেন জার্মানি জাতীয় দলের। তবে সেখানে অবশ্য ব্যর্থ হয়ে চাকরি হারান ফ্লিক। বর্তমানে বেকার এই জার্মান কোচ হতে পারেন বার্সার পরবর্তী বস। জাভির মতো ক্লপও চলতি মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। একই সঙ্গে বলেছেন ইংল্যান্ডে অন্য কোনো ক্লাবকে কোচিং করাবেন না তিনি। বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, ক্লপের দিকেও নজড় আছে লাপোর্তার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct