অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি শিক্ষকদের। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেয়া হয় জেলাশাসকের কাছে। এদিন ডেপুটেশন কর্মসূচির আগে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা। এরপরেই তাঁদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে এগিয়ে ডেপুটেশন জমা দেন লিখিত আকারে।জানা গিয়েছে, মূলত মিড ডে মিলের দায়িত্ব থেকে শিক্ষকদের অব্যাহতি দেবার যাবি জানিয়েই এদিন আন্দোলনে নামেন শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক শংকর ঘোষ জানান, ‘মিড ডে মিল পরিচালনা সম্পর্কিত বিষয়ে নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সম্পর্কিত বিষয়ে আমরা আজ ডেপুটেশন কর্মসূচিতে শামিল হয়েছি। বর্তমানে শিক্ষার অধিকার আইন অনুসারে বিদ্যালয়ে পঠন পাঠন চলে। সেখানে উল্লেখ রয়েছে শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের যুক্ত করা যাবে না। ২৭ নম্বর ধারায় উল্লেখ করা আছে, শিক্ষা বহির্ভূত কাজের বাইরে আমাদের বন্যা, খরা ও নির্বাচন, জনগণনা ইত্যাদি কাজে নিযুক্ত করা যেতে পারে। তার বাইরে অন্য কাজে নিযুক্ত করা যাবে না শিক্ষক দের। কিন্তু বিদ্যালয় গুলিতে শিক্ষক শিক্ষিকাদের দ্বারাই মিড ডে মিল ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। আমরা ছাত্রছাত্রীদের কথা ভেবে এই কাজ পরিচালনা করে আসছি। অথচ এর মধ্যে দিয়ে আমাদেরকে নানাভাবে হ্যারেজমেন্ট করা হচ্ছে। বলা হচ্ছে দুপুর ১২ টার মধ্যেই আমাদেরকে মেসেজ পাঠাতে হবে। অনেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই এবং প্রান্তিক এলাকার স্কুলগুলিতে নেট যথাযথভাবে কাজ করে না। এরফলে যথা সময়ে এসএমএস পাঠানো সম্ভব হয়ে উঠছে না। আমরা দাবি রাখছি পঠন-পাঠন শেষ হবার পরেই আমরা এই এসএমএস পাঠাবো।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct