আপনজন ডেস্ক: জ্ঞানবাপি মসজিদের একটি তেহখানায় হিন্দুদের প্রার্থনার অনুমতি দিয়ে বারাণসী আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জ্ঞানবাপি মসজিদ পরিচালনা কমিটি।আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আইনজীবী এসএফএ নকভি জানিয়েছেন, তারা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছেন। মসজিদের দক্ষিণ সেলারে অবস্থিত ব্যাস জি কা তেহখানায় পূজার অনুমতি দেওয়ার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মসজিদ কমিটির আবেদনের জরুরি শুনানি করতে অস্বীকার করার একদিন পরেই এই অগ্রগতি ঘটে।
বারাণসী জেলা আদালতের রায়ের বিরুদ্ধে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বারাণসী আদালত রায় দিয়েছিল, জ্ঞানবাপী মসজিদের সেলারে মূর্তির সামনে পুজো দিতে পারবেন এক পুরোহিত। সেই অধিকার নিশ্চিত করতে সাত দিনের সময়সীমা ধার্য করা হয়েছিল। ১২ ঘণ্টা কাটতে না কাটতেই সেই পূজা শুরু হয়ে গেল। গতকাল বুধবার দিবাগত রাত তিনটায় মসজিদ চত্বরের সেই ভূগর্ভস্থ কক্ষে (সেলার) পূজা-অর্চনা ও আরতি করা হয়েছে বলে জেলা কর্তৃপক্ষ জানিয়েছে।এই পূজা-অর্চনার মধ্য দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপি মসজিদ বিতর্কের এক নতুন অধ্যায় শুরু হল। জেলা জজ কৃষ্ণ মোহন পান্ডে ওই বেজমেন্টে পূজার অনুমতি দেন। গতকালই ছিল তার কর্মজীবনের শেষ দিন। দ্রুত পূজা-অর্চনার আয়োজন করতে গতকাল রাত ১২টায় বারানসির জেলা শাসক এস রাজালিঙ্গম ও জেলার পুলিশ কমিশনার অশোক জৈনর সঙ্গে হিন্দুরা বৈঠকে বসেন। সেই বৈঠকে ব্যবস্থাপনা চূড়ান্ত হয়। রাত তিনটেয় কাশী বিশ্বনাথ মন্দিরের আরতির সময়েই বেসমেন্টে শুরু হয় আরতি ও পূজা-অর্চনা। মসজিদ কর্তৃপক্ষ জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার আগেই রাতারাতি পূজা শুরু হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct