আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে এক প্রশাসনিক সভায় কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তাকে জেলে ঢোকানো হলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। মমতা বলেন, ভারতের সবাইকে জেলে ঢুকিয়ে দিলে কিছুই হবে না। ভয় দেখিয়ে সবাইকে যেমন জেলে ভরছেন আমাকেও যদি জেলে ভরেন. জেল ফুটো করে বেরিয়ে আসব। তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন! আমাদের সবাই চোর আর আপনারা কি সাধু? কোটি কোটি টাকা খরচা করে, গ্যাসের দাম বাড়িয়ে, রেশন বন্ধ করে দিয়ে, একশ দিনের কাজের টাকা না দিয়ে, বাংলায় ঘর করতে না দিয়ে, চোরেদের জমিদার জোরদার। চোরের মায়ের বড় গলা, শুন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না সব উধাও হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন।আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির বিরোধী দলগুলির বিরুদ্ধে তৎপরতা বেড়েছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের উদ্দেশ্য নির্বাচনের আগে সবাইকে জেলে ঢোকানো। কিন্তু তাদের ভুলে গেলে চলবে না যে, তারা এখন যেহেতু ক্ষমতায় আছে সেহেতু তারা কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করতে পারে। আগামীকাল যখন তাদের ক্ষমতা থেকে উৎখাত করা হবে তখন কী হবে?’সিএ প্রসঙ্গেও বিজেপিকে আক্রমণ করেন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যে গরু চুরির অভিযোগ করছে তা নিয়ে বিএসএফকে করা আক্রমণ করেন তিনি। তিনি বলেন সেখানে নিরাপত্তা এবং সজাগ থাকার দায়িত্ব বিএসএফের।এদিন কৃষ্ণনগরে এক কিলোমিটার এর একটি রোড শে করে তিনি শান্তিপুরে প্রবেশ করেন। প্রায় ৪০ মিনিট ধরে তিনি বক্তব্য রাখেন। প্রথমে নদিয়া জেলায় যে সমস্ত উন্নয়ন ঘটেছে তার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, নদিয়া জেলায় ৭৫৩ কোটি টাকার প্রোজেক্ট আমরা বিভিন্ন পর্যায়ে শুরু করতে চলেছি। পথশ্রী প্রকল্পে ২৯৮টি রাস্তা নদিয়া জেলায় শুরু হয়েছে। অন্যদিকে হরিণঘাটা এবং চাকদা পৌরসভায় জল সরবরাহ প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।
তিনি বলেন, শান্তিপুরের শাড়ির কথা মাথায় রেখে জেলা শাসক কে আবেদন করা হচ্ছে যাতে কৃষ্ণনগর এবং রানাঘাটে একটি করে বিগ বাজার তৈরি করা হয়। যেখানে নিজের হাতে যারা কাপড় তৈরি করে তারা যাতে বিক্রির সুযোগ পায়। তিনি বলেন বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে নদিয়া জেলায় প্রায় ২ লক্ষ ৩২ হাজার মানুষের কাছে পরিষেবা পৌঁছে যাবে। যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার এবং বিধবা ভাতা পান না তারা আজ থেকেই এই পরিষেবা পাবেন। অন্যদিকে তিনি বলেন মায়াপুর ইসক কে ৭০০ একর জমি প্রদান করা হয়েছে সরকারের তরফে। সেখানে প্রচুর কর্মসংস্থান হবে। পাশাপাশি তিনি এর আগেই নবদ্বীপকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছিলেন আজও সেই কথা তুলে ধরেন সাধারণ মানুষের কাছে।অন্যদিকে নিজের দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমের কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসের ও লোক ঢুকেছিল। দুই একজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন এবং আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু তৃণমূলকে চোর বলবেন না মা মাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ি, আমরা মানুষের জন্য কাজকরি। সব থেকে বড় চোরেরা এখন মুখ লুকিয়ে বসে আছে। কোটি কোটি টাকা খরচ করে শুধু প্রণাম করলে হয়ে গেল। বিজেপি সরকার বলছে একটাই আইন থাকবে। কিন্তু সকল সম্প্রদায়ের রীতিনীতি আলাদা আলাদা রয়েছে।ভারত জোড়ো ন্যায় যাত্রা সমাবেশে কংগ্রেস-সিপিএমের ঐক্য প্রদর্শনেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে সাহায্য করার লক্ষ্যে সিপিএম ও কংগ্রেস একজোট হয়েছে। আমি এমন অপবিত্র জোট করায় বিশ্বাস করি না। আমি শুধু সাধারণ মানুষের স্বার্থে কাজ করি। লোকসভার বহিষ্কৃত সাংসদ তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ফের প্রার্থী করা হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মহুয়াকে বহিষ্কার করার স্বাধীনতা আপনাদের আছে। কিন্তু বিপুল জনসমর্থন নিয়ে তিনি আবারও জয়ী হবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct