আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, দক্ষিণপন্থী বজরং দলের তিন সদস্য গরু জবাই করে একটি থানার কাছে মৃতদেহ রাখে। এই ঘটনায় বজরং দলের তিন সদস্যকে ও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে অভিযুক্তরা থানার কাছে মৃতদেহের ভিডিও তৈরি করে এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তারা জেলাশাসক ও অন্যান্য সরকারি আধিকারিকদের ট্যাগ করে এবং গোহত্যা প্রতিরোধ না করার জন্য এসএইচও-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায়।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার চাজালট থানার কাছে। ধৃতরা হলবজরং দলের নেতা সুমিত বিষ্ণোই ওরফে মনু, রমন চৌধুরি, রাজীব চৌধুরি। এছাড়া গ্রেপ্তার হয় শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিও। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বজরং দল কর্মীরা ছাজালট থানা থেকে এসএইচও সত্যেন্দ্র শর্মাকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজ করেছিল। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ছাজালহাট থানার সমদপুর গ্রামের কাছেও একটি গরুর মৃতদেহ পাওয়া যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct