আসিফা লস্কর, মগরাহাট, আপনজন: সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই শাসক দলের নেতাকর্মীরা ভোট ময়দানে নেমে পড়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা মগরাহাটে বেণীপুরে একটি স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা সহ মগরাহাটের শীর্ষ স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তৃণমূল ও কংগ্রেসের জোটের ভবিষ্যৎ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন। এ রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিজেপির হয়ে দালালি করছে। এ বারংবার প্রমাণিত হয়েছে। কংগ্রেস আর সিপিএম আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট হোক কিংবা না হোক তৃণমূল ২০২১ সালে বিজেপিকে একাই হারিয়েছে লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস। বিজেপিকে একাই হারাবে। এছাড়াও তিনি আরো বলেন, সিপিএম আর কংগ্রেস বিজেপির বি টিম আর সি টিমের ভূমিকা পালন করছে। বিশ্বাসঘাতকদের কোনো সমর্থন বাংলার মানুষ দেবেনা। কংগ্রেস আর সিপিএম মিলে শূন্য এরার যে ওদের আছে কি যে তৃণমূলকে সমর্থন করবে। রাজ্যের যে কটা জায়গায় উপনির্বাচন হয়েছে সেই কটা জায়গায় কংগ্রেস সিপিএম মিলেই ৫ শতাংশ ভোট পেয়েছে। যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানেই কংগ্রেস সিপিএমের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এনআরসি চালু করার জন্য সীমান্তবর্তী এলাকাগুলিতে আলাদা করে পরিচয় পত্র চালু করার ব্যবস্থা করছে বিএসএফ। এমনই মন্তব্য করতে শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে এনআরসির সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই বা এই ধরনের কোন পরিচয় পত্র বিএসএফের তরফ থেকে চালু করা হচ্ছে না। আর এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন, বিএসএফের পক্ষ থেকে একটি গোপন প্রক্রিয়া চালানো হচ্ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর সেই গোপন প্রক্রিয়া থেকে তারা সরে দাঁড়াচ্ছে। আমরা পরিষ্কার জানাচ্ছি যে সীমান্তে কোন পরিচয় পত্র বা কোন কার্ড বিএসএফ দিলে নেবেন না। যেখানে যেকোনো কার্ডের প্রয়োজন আছে সেখানে জেলাশাসক সমস্ত বিষয় দেখে নেবে। রাহুল গান্ধীর কনভয়ের উপর যে হামলা ঘটেছে সেই ঘটনা বাঞ্ছনীয় নয়। যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের কোন সম্পর্ক নেই এবং পশ্চিমবঙ্গের মাটিতে এই ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটেছে কাঠিয়ায় এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোন সম্পর্ক নেই যে বা কারা এই ঘটনাকে উল্লেখ করে পশ্চিমবঙ্গ কে বা তৃণমূল কংগ্রেসকে জড়াতে চাইছে তারা এই ঘটনা থেকে বিরত থাকুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct