আপনজন ডেস্ক: ম্যাচটার নাম ‘দ্য লাস্ট ড্যান্স’। নামেই বোঝা যাচ্ছে, আয়োজকেরা এটিকে লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুখোমুখি লড়াই মনে করেছেন। কিন্তু দুই তারকার মাঠের দেখাটা শেষ পর্যন্ত হচ্ছে না। আগামীকাল রিয়াদ সিজন কাপে ইন্টার মায়ামির হয়ে মেসি খেলবেন ঠিকই, কিন্তু আল নাসরের হয়ে রোনালদোকে দেখা যাবে না। আল নাসর কোচ লুইস ক্যাস্ত্রো রোনালদোর না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে গোলডটকম। ৩৮ বছর বয়সী রোনালদো মাংসপেশিতে অস্বস্তিবোধ করছেন। আল নাসর কোচকে জিজ্ঞেস করা হয়েছিল, এ ম্যাচে রোনালদো বনাম মেসি লড়াই দেখা যাবে কি না। জবাবে নেতিবাচক খবরই দিয়েছেন ক্যাস্ত্রো, ‘(মেসি বনাম রোনালদোর লড়াই) দেখা যাবে না। রোনালদো এখন পুনর্বাসনের চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবে। এই ম্যাচে (ইন্টার মায়ামির বিপক্ষে) সে খেলবে না।’ মায়ামির বিপক্ষে রোনালদোর না খেলাটা দর্শকদের জন্য বড় এক ধাক্কা। ফুটবলের সবচেয়ে বড় দুই তারকার গত এক বছরের মধ্যে এই প্রথম মুখোমুখি হওয়ার কথা ছিল। এমন একটি ম্যাচ দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গেই ওঠার কথা। আর সেটিরই ছাপ পড়েছিল টিকিটের দামে।সৌদি আরবের আল অ্যারাবিয়া টিকিট সার্চ ইঞ্জিন সিটপিকডটকমের সূত্র জানিয়েছে, গত সপ্তাহের শুরুতে আল নাসর–ইন্টার মায়ামি ম্যাচের একটি টিকিটের দাম ১১ হাজার ২১৪ মার্কিন ডলার পর্যন্ত উঠেছিল, যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকার বেশি। এই দামের আসনটি প্লাটিনাম ক্যাটাগরির। মেসি–রোনালদোর ‘দ্য লাস্ট ড্যান্স’ ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ মার্কিন ডলার (২২ হাজার টাকার মতো)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct