আপনজন ডেস্ক: প্রাথমিকে নিয়োগে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ তুলে নেওয়ার পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালের নিয়োগের প্রক্রিয়া জোরকদমে শুরু করে দিল। ১১,৭৫৮টি শূন্যপদের মধ্যে ৯,৫৩৩ পদে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের প্যানেল প্রকাশ করে দিল। খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র দেওয়া হবে বলে পর্ষদ সূত্র জানিয়েছে। এতদিন মামলার জটিলতায় আটকে ছিল ২০২২ সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। ২০২২ সালে বিজ্ঞপ্তি প্রকাশের সময় বলেছিল যারা চলতি শিক্ষাবর্ষে ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন, তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। তার বিরুদ্ধে মামলা হলে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তেই সিলমোহর দেন। কিন্তু তা খারিজ হয়ে যায় বিচারপতি সুহাস তালুকদারের বেঞ্চে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হলে প্রথমে স্থগিতাদেশ দেয়। অবশেষে স্থগিতাদেশ তুলে নিয়ে নিযোগ প্রক্রিয়ায় চালানোর কথা বলা হয়। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৯,৫৩৩ জনের প্যানেল প্রকাশ করে দিল। বাকি ২,২২৫ পদ খালি রাখতে হবে। ওই স্থানে মামলাকারী প্রার্থীদের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct