নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রাহুল গান্ধিকে দেখতে না পেয়ে ভারত জোড়ো যাত্রার ব্যানার এবং দলের পতাকা ছিঁড়ে ফেললেন ক্ষুব্ধ কর্মীরাই।বুধবার প্রথম বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরের মোহড়াপাড়া এলাকায় পতাকা হস্তান্তর করে সভা করার কথা ছিল রাহুলের। কিন্তু ভিড়ের জেরে সেই সভা বাতিল হয়। বাস থেকেই নামেননি রাহুল।পরবর্তীতে ভালুকা অবধি রাহুলের যাত্রাতেও রাস্তার দুই পাশে থাকা কংগ্রেস নেতা-কর্মীরা রাহুলকে দেখতে পাননি। এমনকি রাহুল কোন গাড়িতে আছেন তাও বুঝতে পারেনি অপেক্ষমান জনতা। তারপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে কংগ্রেসের পতাকা এবং রাহুলের ব্যানার ছিঁড়ে দেন কর্মীরা। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।স্থানীয় কংগ্রেস নেতারাও বিষয়টি নিয়ে কার্যত হতাশ। ঠিক হয়ে ছিল মহড়াপাড়া এলাকাতে ছোট করে একটি পথসভা করবেন।কিন্তু শেষ মুহূর্তে এই কর্মসূচি বাতিল করলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct