নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ মালদায় ঢোকার মুখে বাংলা-বিহার সীমান্তে ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ।বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিহার হয়ে মালদায় ঢুকে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।যাত্রাপথে মালদায় ঢোকার মুখে ঢিল ছুড়ে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী।ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এছাড়া রাহুলের সঙ্গে ছিলেন কে সি বেণুগোপাল,জয়রাম রমেশ।এই বিষয়ে অধীরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,‘বুঝে নিন,কারা ভাঙতে পারে?’এদিন হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বাংলা-বিহার সীমান্ত মোহড়া পাড়ায় একটি ছোট সভা করার কথা ছিল রাহুলের।সভাস্থলে বাংলা ও বিহার থেকে যথেষ্ট মানুষ আসার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।অপরদিকে একই দিনে মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা থাকার কারণে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সুনিশ্চিত প্রশাসনিক নিরাপত্তার অভাবে মঞ্চে কোনো বক্তব্য রাখতে পারেননি বলে অভিযোগ কংগ্রেসের। দলীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকাল এগারোটা নাগাদ বিহার থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি শুরু হয়।কিছুক্ষণের মধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার দিল্লি দেওয়ানগঞ্জ এলাকায় রাহুল গান্ধীর গাড়ি পৌঁছাতেই সেখানেই ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ তুলে কংগ্রেস।আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।রাজ্য কংগ্রেস নেতৃত্ব রীতিমতো প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন।প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বলেন, হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় চার চাকার একটি গাড়িতে।সেই সময় সাংসদ রাহুল গান্ধী ছিলেন।তখনই কাঁচ ভাঙ্গার ঘটনাটি ঘটে।অভিযোগ,ভীড়ের মধ্যে পিছন থেকে কেউ বা কারা ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙেছে। সাংসদ অধীর চৌধুরী আরো বলেন, আমরা প্রথম থেকে রাহুল গান্ধীর বিশ্রামের জন্য হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায় সেচ দপ্তরের গেস্ট হাউস নেওয়ার আবেদন জানিয়েছিলাম।কিন্তু প্রশাসনের অসহযোগিতার জন্য সেই গেস্ট হাউস দেওয়া হয়নি। বাধ্য হয়ে রতুয়ার দেবীপুর এলাকায় একটি খেলার মাঠে রাহুল গান্ধীর বিশ্রামের জন্য ক্যাম্প করা হয়। কিন্তু তার আগেই এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও আমরা অভিযোগ জানিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct