আপনজন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক বইমেলার অন্যতম আকর্ষণ প্রতিদিন মুক্তমঞ্চগুলিতে একাধিক সংস্থার অনুষ্ঠান। এই মুক্তমঞ্চে বিভিন্ন সাহিত্য পত্রিকার বইমেলা সংখ্যা যেমন প্রকাশিত হয় তেমনই থাকে কবিতা পাঠের আসরও। এবারই প্রথম ড. শেখ কামাল উদ্দীন প্রতিষ্ঠিত বারাসাত-কেন্দ্রিক ‘নজরুল চর্চা কেন্দ্র’ ২৮ জানুয়ারি আয়োজন করে গুণীজন সংবর্ধনা ও কাজী নজরুল ইসলামের কবিতা এবং তাঁকে নিয়ে লেখা কবিতা পাঠ। অধ্যাপক-সমাজকর্মী ইমানুল হক, কবি-সম্পাদক ফারুক আহমেদ, অধ্যাপক-সম্পাদক আসরফী খাতুন, প্রধান শিক্ষক মাহামাদুর রহমান, প্রাক্তন অধ্যাপক অমলেন্দু দেবনাথকে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য নজরুল চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ করেন অপর্ণা মিত্র, লিপিকা গুহ ঠাকুরতা, গৌতম কারক, ড. সীমা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। নিজেদের লেখা কবিতায় কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শুভ্রা চক্রবর্তী ও মিলি ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে নজরুল চর্চা কেন্দ্রের কার্যাবলী ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সংস্থার সম্পাদক শাহজাহান মন্ডল। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct