নকীব উদ্দিন গাজী, ডায়মন্ড হারবার, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে শ্রমিক মেলার উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার দিন ডায়মন্ড হারবারে শ্রমিক মেলায় উপস্থিত হয়ে বারাইপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান যখন তখন ইডি সিবিআই রেইড করছে। কোন বিধায়ক কোন মন্ত্রী জনপ্রতিনিধি ভালোভাবে কাজ করতে পারছেন না প্রত্যেকে আতঙ্কিত,আর জা পরিকল্পিতভাবে করা হচ্ছে। ডায়মন্ডহারবারে ডায়মন্ড ক্লাবের মাঠে দুদিন ব্যাপী শ্রমিক মেলার আয়োজন করা হয়। মূলত এদিনের এই শ্রমিক মেলায় বারাইপুর বিধানসভার তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিতি র পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল কুলপির বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও ডায়মন্ডহারবার মহাকুমার শাসক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মূলত রাজ্য সরকার বিভিন্নভাবে স্বনির্ভর গোষ্ঠী মাধ্যমে রাজ্যের মহিলা থেকে পুরুষ প্রত্যেককে স্বনির্ভর করার চেষ্টা করেছেন। এবং রাজ্যের স্থায়ী অস্থায়ী শ্রমিকরা যাতে তাদের পরিবার সুষ্ঠুভাবে চলতে পারে তাদের জন্য একাধিক প্রকল্প ব্যবস্থা করেছে রাজ্য সরকার, মূলত ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ৯৮৭ জন। পাশাপাশি এই সমস্ত শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ও ঘোষণা করেছে রাজ্য সরকার যেখানে আগে সরকারের পক্ষ থেকে ৩০ টাকা ও শ্রমিক পিছু পঁচিশ টাকা এই মোট ৫৫ টাকা করে ১৮ বছরের পর থেকে প্রতিমাসে দেওয়া হতো ,অন্যদিকে মা মাটি মানুষের সরকারের পক্ষ থেকে এই পুরো ৫৫ টাকাটাই সরকার দেবে এমনটাও ঘোষণা করে ছিল রাজ্য সরকার। ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সামাজিক সুরক্ষা যোজনা অনুদান প্রাপ্ত শ্রমিকের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ২৬৪ জন। শ্রমিক পেনশন পেয়ে উপকৃত হয়েছে ৪১৬৩ জন ও পরিবহন শ্রমিক এর আওতায় ১৪০ জন পেনশন পাচ্ছেন। দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পাবে দু লাখ টাকা। দুর্ঘটনায় কোন শ্রমিকের মৃত্যু হলে রাজ্য সরকারের পক্ষ থেকে দু লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয় বলে জানান অধ্যক্ষ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন বেশ কিছু শ্রমিকের পরিবারের উপভোক্তাদের হাতে আর্থিক চেক তুলে দিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct