আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে পূর্ব মেদিনীপুর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় ছাত্র- যুব বিজ্ঞান মেলা চলে ২৯ ও ৩০ শে জানুয়ারী দুই দিন ধরে।বর্তমান ছাত্র-যুব সমাজের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি,মানসিক দৃঢ়তা ও সৃষ্টিশীল চিন্তা ধারার উন্মেষ ঘটানো সহ অন্ধ বিশ্বাস ও কুসংস্কার দূরীকরণের লক্ষে পূর্ব মেদিনীপুর জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা এমনটাই জানায় আয়োজন কতৃপক্ষ।পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লক থেকে একটি করে স্কুল,৫টি পৌরসভা থেকে ৫টি স্কুল মোট ৩০টি স্কুল অংশগ্রহণ করে এই মেলায়।কারামন্ত্রী অখিল গিরি বলেন আগে স্কুলে বাত্সরিক অনুষ্ঠানে এই ধরনের কোন বিজ্ঞান চর্চা নিয়ে প্রদর্শনী হতো না এখন রাজ্য সরকারের নির্দেশে এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী হওয়ায় বর্তমান প্রজন্ম বিজ্ঞানের দিকে অনেকটাই ঝোঁক বাড়চ্ছে ছাত্র ছাত্রীদের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি,অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব বৈভব চৌধুরী,জেলাপরিষদের সহ- সভাধিপতি সুহাসিনী কর,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্যসহ আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct