দেবাশীষ পাল, মালদা, আপনজন: সাংসদ রাহুল গান্ধীর ভারতজড়ো ন্যায় যাত্রায় প্রশাসনের অসহযোগিতা এবং বিজেপি চক্রান্তের বিরুদ্ধে সরব হলো জেলা কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর ভারতজড়ো ন্যায় যাত্রা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা কংগ্রেস নেতৃত্ব । তাতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস নেতা ঈশাখান চৌধুরী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধীর এই ভারতজড়ো ন্যায় যাত্রা নিয়ে ভয় পেয়ে গিয়েছে। তাই প্রথম থেকেই কেন্দ্রের প্রশাসন অসহযোগিতা করে আসছে। এছাড়াও রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসলে বিজেপির ভয়-ভীতি এখন কাজ করছে। রাহুল গান্ধীর ভারতজড়ো নয় যাত্রায় মাধ্যমে বেকারদের কর্মসংস্থান এবং দেশের উন্নয়নের কথা তুলে ধরছে ধরা হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকার ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হবে, বেকারদের কর্মসংস্থান হবে। এদিন সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেসের সহ-সভাপতি ঈশা খান চৌধুরী আরো বলেন, মালদায় ৩১ জানুয়ারি সাংসদ রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রার কর্মসূচি রয়েছে। হরিশ্চন্দ্রপুর ব্লক থেকে শুরু করে রতুয়া, তারপরে ইংরেজবাজার কালিয়াচক এরকম একাধিক ব্লকে এই কর্মসূচি পালন করা হবে। রাহুল গান্ধীর এই সফরের মধ্যে দুপুরের মধ্যাহ্নভোজনের জন্য ভালুকায় যে গেস্ট হাউস চাওয়া হয়েছিল তা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। ফলে প্রথম থেকেই প্রশাসন অসহযোগিতা করে আসছে। আসলে প্রত্যেকেই ভয় পেয়ে গিয়েছে। বাংলায় নতুন করে রাহুল গান্ধীর ভারতজড়ো ন্যায়যাত্রায় মানুষের ঢল নেমেছে। মানুষ এখন রাহুলজির পাশে থেকে কেন্দ্রের মোদি সরকার হটাও শ্লোগান তুলতে শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct