আপনজন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক গ্রন্থমেলায় গত ২৯ জানুয়ারি ২০২৪ ‘সমরেশ বসু’ মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘মুক্ত বলাকা’ সাহিত্য সংস্থা। বাচিক শিল্পী ও কবি সুলগ্না মিত্রের সঞ্চালনায় সংস্থার ‘থিম সং’ দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। কবি সুশান্ত পাড়ুই রচিত, বিশ্বজিৎ চক্রবর্তীর সুরে এবং সোনালী মুখোপাধ্যায় পরিচালিত থিম সং এ কন্ঠ দেন সংস্থার শিল্পীবৃন্দ। এর আগে সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম ঢালী স্বাগতভাষণ প্রদান করেন। এদিন মুক্ত বলাকার সাহিত্য পত্রিকা ‘স্বপ্ন উড়ান-৪’ প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন মুক্ত বলাকার সভাপতি সিরাজুল ইসলাম ঢালী, সম্পাদক ও প্রতিষ্ঠাতা সুশান্ত পাড়ুই, স্বপন কুমার ধর, সুভাষ চন্দ্র ঘোষ, গল্পকার সেখ আব্দুল মান্নান, গৌতম বালা, সোনালী মুখোপাধ্যায়, কমলেশ মন্ডল, নিগম আনন্দ মন্ডল, প্রবীর কুমার বিশ্বাস, অসীম দাস, সঞ্জয় কুমার দাস, আশীষ মিত্র, প্রমুখ।এদিন অনুষ্ঠানে প্রকাশিত হয় ১২ জন কবির যৌথ কাব্যগ্রন্থ ‘এক আকাশ কবিতা’, এককগ্রন্থ কবি অর্ধেন্দু মন্ডলের ‘ফিরে পাওয়া রামধনু’, কবি দেব নারায়ন দাসের ‘গভীর অরণ্যে জীবজন্তু ‘, কবি কিশোর মজুমদারের ‘বিক্ষত প্রেমিকের ঝাউবন’, কবি বৈশাখী বসুর ‘একটু আলোর ফুলকি’, ‘ কবি জামাল ভরের ‘কংসাবতী’ ও ‘শেষ বিকেল’।শিল্পী মনীষা চক্রবর্তীর পরিবেশিত দুখানি রবীন্দ্র সংগীত, বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন ও আশীষ মিত্রের আবৃত্তি অনুষ্ঠানকে এক অন্যমাত্রায় পৌঁছে দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct