আজিজুর রহমান, গলসি, আপনজন: জাতীর জনক মহাত্মা গান্ধীর ৭৬ তম প্রয়ান দিবস পালন করল সিপিআইএম। দিনটিকে ঘিরে গলসি বাজারের পূর্ব বাসস্ট্যান্ডে একটি পথসভা করেন তারা। প্রথমে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান দান করে অনুষ্ঠানের সুচনা করা হয়। তাছাড়াও তাকে পুস্পার্ঘ নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন, কৃষক সভার গলসি ২ ব্লক কমিটির সম্পাদক সাইফুল হক, ডিওয়াইএফআই এর গলসি ২ ব্লক কমিটির সম্পাদক মনসিজ হোসেন, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের গলসি ২ ব্লক কমিটির সভাপতি অজয় শী,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য রাম প্রণয় গাঙ্গুলী, সিটু নেতা মুস্তাক হোসেন, বামনেতা স্বপন চৌধুরী, কার্তিক মন্ডল সহ অনেকে। মনসিজ জানান, মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন আমাদের জাতীর জনক। আজকের দিনে তাকে হত্যা করেন নাথুরাম গডসে। তাকে বিজেপির নেতারা বীর বলে আখ্যা দেন। তিনি বলেন, কেন্দ্রে বিজেপির সাম্প্রদায়িক রাজনৈতিক করেছে। আর বাংলায় তারা হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করছে। তবে আমরা ধর্মীয় বিভাজনের বিরোধী। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই সবাইকে নিয়ে সম্প্রীতি ছড়িয়ে দিচ্ছি। মানুষকে বলবো, আপনারা বিজেপি ও তৃণমূলকে চিনে নিয়ে লোকসভা নির্বাচনে এদের বিরুদ্ধে ব্যালটে প্রতিবাদ জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct