আপনজন ডেস্ক: প্রোপার্টি ট্যাক্স, লাইসেন্স ট্যাক্সের পর এবার অনলাইন পরিষেবা চালু হয়ে গেল হাওড়া পুরনিগমের মিউটেশনেও। মঙ্গলবার ৩০ জানুয়ারি থেকে হাওড়া পুরনিগমের ই-মিউটেশন পরিষেবা চালু হলো। ফলে এখন থেকে বাড়িতে বসেই ই-মিউটেশন এর জন্য আবেদন জানানো যাবে। এরজন্য কীভাবে আবেদন করতে হবে তা পুরনিগমের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে। অনলাইনেই জমা করা যাবে মিউটেশন ফি। তবে, একবার আবেদনকারীকে ফিজিক্যালি ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস নিয়ে পুরনিগমে আসতে হবে। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা জানান পুরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। এছাড়াও সুজয় চক্রবর্তী বলেন, প্রোপার্টি ট্যাক্স প্রদানের ক্ষেত্রে যদি কারও একসাথে পেমেন্ট করতে সমস্যা থাকে সেক্ষেত্রে তিনি চাইলে সেই টাকা ইনস্টলমেন্টে পে করার সুবিধা পাবেন। তবে সেই ক্ষেত্রে কারেন্ট প্রোপার্টি ট্যাক্স নয়, বরং বিগত বকেয়া ট্যাক্স আগে পেমেন্ট করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct