আপনজন ডেস্ক: এনদ্রিক, ব্রাজিলের এ বিস্ময়বালক রিয়াল মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলেছেন আগেই। ১৮ বছর পূর্ণ হলেই ব্রাজিলের ক্লাব পালমেইরাস ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে যোগ দেবেন তিনি। এর আগে ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০২৪ প্যারিস অলিম্পিক ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আলো ছড়াচ্ছেন এনদ্রিক।হয় গোল করছেন, না হয় গোল করাচ্ছেন—অলিম্পিকের বাছাইপর্বটা এভাবেই কাটছে এনদ্রিকের। বাছাইয়ের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তাঁর গোলেই বলিভিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন তিনি।ইকুয়েডরের বিপক্ষে গতকাল রাতে ব্রাজিলের ২-১ ব্যবধানের আরেকটি জয়ে গোল না পেলেও দুর্দান্ত একটি অ্যাসিস্ট করছেন এনদ্রিক। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ফলে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তারা। তবে আর্জেন্টিনা এখনো বাছাইপর্বের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অপেক্ষায় আছে।২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। তৃতীয় স্থানে থাকা পেরুর পয়েন্ট ৩ ম্যাচে ৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চিলি। ২ ম্যাচ থেকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি সবার নিচে থাকা উরুগুয়ে।‘এ’ ও ‘বি’—এই দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct