আপনজন ডেস্ক: বিহারে মহাজোট ছেড়ে এনডিএ-র সঙ্গে হাত মেলানোর কয়েকদিন পরেই দলত্যাগ নিয়ে নীরবতা ভাঙলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মঙ্গলবার রাহুল গান্ধি বলেন, বিহারে জাতি সমীক্ষার কারণে নীতীশ কুমার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, নীতীশজি কেন আটকে গেলেন তা বুঝুন। আমি তাকে সরাসরি বলেছিলাম যে ‘আপনাকে বিহারে জাতি গণনা করতে হবে’। আর আমরা (কংগ্রেস) আরজেডির সঙ্গে মিলে নীতীশজিকে সমীক্ষা করানোর জন্য জোর দিয়েছিলাম। কিন্তু বিজেপি ভয় পেয়ে যায়। তারা এই পরিকল্পনার বিরোধী। নীতীশজি আটকে গেলেন এবং বিজেপি তাঁকে পালানোর জন্য পিছনের দরজা দিয়েছে! রাহুল আরও বলেন, আপনাদের সমস্ত সামাজিক ন্যায়বিচার দেওয়া আমাদের (ইন্ডিয়া জোট) দায়িত্ব এবং এর জন্য আমাদের নীতীশজির দরকার নেই।রাহুল দাবি করেছেন, সামান্য চাপের কাছে নতি স্বীকার করেই নীতীশ কুমার ‘ইউ-টার্ন’ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, রবিবার নীতীশ কুমার বিজেপির হাত ধরে রেকর্ড নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।, বিজেপি নেতা সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা তাঁর ডেপুটি হিসাবে রয়েছেন। নীতীশ কুমার বলেছিলেন যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি “সবকিছু ঠিক ছিল না বলে” উদ্ভূত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct