আপনজন ডেস্ক: হিজাব পরিহিত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সোমবার রাজস্থানের জয়পুর শহরে বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল। বিধায়ক বালমুকুন্দ স্কুলের এক অনুষ্ঠানে মুসলিম মেয়েদের ‘জয় শ্রীরাম’ বলতে এবং হিজাব না পরার আহ্বান জানানোয় তার বিরুদ্ধে এই বিশাল বিক্ষোভের আয়োজন। বিক্ষোভকারীরা সুভাষ চক থানায় জড়ো হয়ে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং তার ক্ষমা চাওয়ার দাবি জানায়। বিক্ষোভকারীরা ‘বাবা মাফি মাঙ্গেগা’ এবং ‘হিজাব হামারি জান হ্যায়’ স্লোগান দেয়। পিঙ্ক সিটির হাওয়া মহল বিধানসভা কেন্দ্রের বিধায়ক আচার্য রবিবার একটি সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এই মন্তব্য করেন, যেখানে প্রায় ৮৫ শতাংশ ছাত্রী মুসলিম। অনুষ্ঠানের ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিধায়ক স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন কেন তারা স্কুলে হিজাব নিষিদ্ধ করেননি। তাদেরকে হিজাব পরিধান করতে নিষেধ করুন। আপনি স্কুলে হিজাবের অনুমতি দিয়ে পরিবেশ বিকৃত করেছেন। স্কুলে হিজাবের অনুমতি দেওয়া বন্ধ করুন এবং এই জিনিসগুলি পরিবর্তন করুন। একটি স্থানীয় নিউজ চ্যানেলে রেকর্ড করা বিবৃতিতে তিনি একথা বলেন। এমনকী তিনি ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলে যেসব শিক্ষার্থী তার স্লোগানে সাড়া দেয়নি তাদের তিরস্কার করেন। বিক্ষোভকারী ছাত্রী ও তাদের অভিভাবকরা জানান, আচার্য নিজে বিধানসভায় গেরুয়া পোশাক পরেন। কিন্তু মুসলিম মেয়েদের হিজাব পরা নিয়ে তার সমস্যা আছে বলে জানান তারা। তিনি বলেন, “আচার্য নিজে গেরুয়া পোশাক পরে বিধানসভার ভিতরে যান, একটি স্কুলে এসে মুসলিম মেয়েদের ‘জয় শ্রীরাম’ বলতে বলেন এবং বলেন যে এই মেয়েরা হিজাব পরবে না। এই মানুষগুলো আসলে কী চায়? তাদের স্বেচ্ছাচারিতার শেষ কবে হবে?’ ভিডিওতে এক প্রতিবাদী নারীকে প্রশ্ন করতে দেখা যায়।কেন তারা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে? মুসলিম নারীদের হিজাব পরা নিয়ে তাদের সমস্যা কেন?তিনি বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গেরুয়া পোশাক পরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা পরতে চান তা পরেন, কিন্তু মুসলিমরা কোনও মন্তব্য করেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct