নিজস্ব প্রতিবেদক, হাবড়া, আপনজন: উত্তর চব্বিশ পরগনার হাবড়া ২ ব্লকের দিঘড়া মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘড়া হরদয়াল বিদ্যাপীঠ বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানের সাথে “ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের” অটোমোটিভ ও ইলেকট্রনিক্স বিষয়ের ল্যাব উদ্বোধন হয়। সমগ্র শিক্ষা মিশনের অধীনে ২০১৯ সালে এই বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের ২ টি বিষয় অটোমোটিভ এবং ইলেকট্রনিক্স বিষয়ের হাতে কলমে শিক্ষাদান শুরু হয়। মাধ্যমিকে ঐচ্ছিক এবং উচ্চমাধ্যমিকে মূল ৫ টি বিষয়ের সঙ্গে এই ২ টি বিষয় অন্তর্ভুক্ত। ল্যাবের সরঞ্জাম ও পরিকাঠামোর অভাবে ছাত্র ছাত্রীদের হাতে কলমে শিখতে একটু অসুবিধে হচ্ছিলো। বিদ্যালয় পরিচালন সমিতি ও বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এইদিন ল্যাবের উদ্বোধন করা হয়। ল্যাব উদ্বোধনের পাশাপাশি ছাত্র ছাত্রীদের বিভিন্ন কার্যকরী মডেল প্রদর্শিত হয়। একাদশ শ্রেণীর ছাত্রী দেবদৃতা বসাক ব্যাটারিচালিত গাড়ি, বিশ্বলেখা পাল হাইড্রোলিক গাড়ি লিফটিং বে এবং ছাত্র সায়ন লোধ ইলেকট্রনিক টেস্টার প্রদর্শিত করে। এই ল্যাব উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবড়া ২ এর সহ সভাপতি আরিফুল ইসলাম, দিঘড়া মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল রহমান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ বিপ্লব বাগচী বলেন “বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব বুঝে আমাদের ছাত্র ছাত্রীদের হাতে কলমে শিক্ষার উৎসাহ দিতে আমরা এই ২টি ল্যাব তৈরি করেছি। এবার পড়ুয়াদের দক্ষতার বিকাশ ঘটবে এই হাতে কলমে শিক্ষার ফলে”। অটোমোটিভ বিষয়ের শিক্ষক গোবিন্দ সাহু বলেন, সরকারি বিদ্যালয়ের গ্রামাঞ্চলের ছাত্র ছাত্রীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে এই বৃত্তিমূলক বিষয়ের দ্বারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct