আপনজন ডেস্ক: ২০২৩ সালের ১৪ ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্ট মথুরার সংলগ্ন শাহী ঈদগাহ মসজিদ সমীক্ষা করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন এবং বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে গঠিত দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, শাহী ইদগাহ মসজিদ বিতর্কের ঘটনায় শাহী ঈদগাহ মসজিদের জন্য কমিশন নিয়োগের এলাহাবাদ হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ এই মামলার পরবর্তী শুনানির দিন পর্যন্ত বহাল থাকবে।
শীর্ষ আদালত কোনও তারিখ না জানিয়ে এপ্রিল মাসের জন্য শুনানি স্থগিত করে দেয় এবং নির্দেশ দেয় যে সংশ্লিষ্ট পক্ষগুলিকে আবেদন শেষ করতে হবে ও লিখিত জমা দিতে হবে।
উল্লেখ্য, এলাহাবাদ হাইকোর্টের আদেশে শাহী ঈদগাহ মসজিদ পরিদর্শনের জন্য একটি কমিশন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।
২০২৩ সালের ২৬ মে হাইকোর্ট মথুরার বিভিন্ন দেওয়ানি আদালত থেকে শাহী ঈদগাহ- কৃষ্ণ জন্মস্থান জমি বিবাদ সংক্রান্ত প্রায় ১৮টি মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছিল। ২০২৩ সালের ১৪ ডিসেম্বর এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের মথুরার শ্রী কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ইদগাহ কমপ্লেক্সের প্রাথমিক সমীক্ষার অনুমতি দেয়।
এরপরে আদালত হরিশঙ্কর জৈন এবং অন্যান্যদের মাধ্যমে দেবতার (ভগবান শ্রী কৃষ্ণ বিরাজমান) পক্ষে দায়ের করা আবেদনের ভিত্তিতে এই আদেশ দেয়। আবেদনকারীদের দাবি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের একাংশ ভেঙে মসজিদটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব।
আবেদনকারীরা পুরো ১৩.৩৭ একর জমির মালিকানা দাবি করেছেন যার উপর কাঠামোগুলি অবস্থিত। তারা শাহী ইদগাহ মসজিদ কমিটি এবং শ্রী কৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের মধ্যে ১৯৬৮ সালের চুক্তিকেও চ্যালেঞ্জ জানিয়েছে, যা মসজিদটিকে যে জমিতে অবস্থিত ছিল তা ব্যবহার করার অনুমতি দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct