আপনজন ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে গণতন্ত্র বাঁচানোর ‘শেষ সুযোগ’ বলে অভিহিত করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার বলেছেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে দেশের ভবিষ্যতের নির্বাচন রাশিয়ার মতো হবে, যেখানে ভ্লাদিমির পুতিনের অধীনে বিরোধীরা প্রান্তিক খেলোয়াড়।
খাড়গে বলেন, মোদী ফের জিতলে এবং দেশে একনায়কতন্ত্র কায়েম হলে এপ্রিল-মে নির্বাচনই হবে দেশের শেষ নির্বাচন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ওড়িশার ভুবনেশ্বরে দলীয় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি।
মোদী ক্ষমতায় ফিরলে আর নির্বাচন হবে না। তিনি তা হতে দেবেন না এবং একনায়কতন্ত্র কায়েম হবে। আপনি একমত হোন বা না হোন, এটা এখন ঘটছে। গত পরশু আমাদের একজন নেতা দল বদল করেছেন।
নেতাদের ভয় দেখানোর জন্য, হুমকি দেওয়ার জন্য একের পর এক নোটিস দেওয়া হচ্ছে। আপনারা যদি ওদের (বিরোধীদল) না ছাড়েন, তাহলে আমরা আপনাদের দেখে নেব। ভয়ে কেউ বন্ধুত্বের ইতি টানছেন, কেউ দল ছাড়ছেন, কেউ জোট ছাড়ছেন। নাম না করলেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহাজোট ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে জোট বেঁধে ফের সরকার গঠনের কথা উল্লেখ করেন।
আতঙ্কিত মানুষ থাকলে দেশ বাঁচবে কীভাবে, সংবিধান বাঁচবে কীভাবে, গণতন্ত্র বাঁচবে কীভাবে? এটাই তোমার শেষ সুযোগ। এরপর আর কেউ ভোট দিতে পারবেন না। পুতিনের রাশিয়ার মতো হবে এবারের নির্বাচন। এরপর আর কোনো সুযোগ নেই।
পুতিনের বিরুদ্ধে বিরোধীদের দমন করে কর্তৃত্ববাদী সরকার চালানোর অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চ-এপ্রিলে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর আগের ২০১৮ সালের নির্বাচনে পুতিন ৭৭.৫৫ শতাংশ ভোট পেয়েছিলেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাত্র ১১.৯ শতাংশ ভোট পেয়েছিলেন।
নীতীশ সম্পর্কে তিনি বলেন, এতে কোনও পার্থক্য হবে না এবং সমস্ত শরিকরা একত্রিত হয়েছে এবং অবশ্যই বিজেপিকে পরাজিত করবে। তিনি বলেন, একজন ব্যক্তি জোট ছাড়লে আমাদের দুর্বল করা যাবে না। আমরা বিজেপিকে পরাজিত করব। জোট থেকে দু-একজন নেতাকে বাদ দিলে কিছু যায় আসে না। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একসঙ্গে লড়াই করব এবং ওড়িশায় বিজেপি ও বিজেডিকে পরাজিত করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct