আপনজন ডেস্ক: একদিকে, লোকসভা নির্বাচন নিয়ে দেশে তৎপরতা চলছে, অন্যদিকে, ১৫ টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনের নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার, নির্বাচন কমিশন জানিয়েছে ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে এই সমস্ত আসন খালি হচ্ছে, যার উপর নির্বাচন কমিশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যসভার ৫০ জন সদস্য ২ এপ্রিল অবসর নেবেন, আর ৬ জন সদস্য ৩ এপ্রিল অবসরে যাবেন। যে রাজ্যগুলির রাজ্যসভার সদস্যদের মেয়াদ এপ্রিলে শেষ হচ্ছে সেগুলি হল অন্ধ্র প্রদেশ (৩), বিহার (৬), ছত্তিশগড় (১), গুজরাত (৪), হরিয়ানা (১), হিমাচল প্রদেশ (১), কর্নাটক (৪), মধ্যপ্রদেশ (৫), মহারাষ্ট্র (৬), তেলেঙ্গানা (৩), উত্তর প্রদেশ (১০), উত্তরাখণ্ড (১), পশ্চিমবঙ্গ (৫), ওডিশা (৩) এবং রাজস্থান (৩)। পশ্চিমবঙ্গে যে পাঁচ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তারা হলেন, তৃণমূলের শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস, নাদিমুল হক এবং শান্তনু সেনের। এছাড়া তৃণমূলের সমর্থনে জেতা প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির কার্যকালের মেয়াদও শেষ হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct