সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ফের বাঁকুড়া শহরে কার্যত পুরসভার নাকের ডগায় বে আইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল মালিক পক্ষের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা বারেবারে স্থানীয় কাউন্সিলারকে অভিযোগ করলেও পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই পুরসভার একাংশের মদতের অভিযোগও উঠেছে। যদিও পুরসভা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবী করেছে ইতিমধ্যেই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোহার পাড়া ও বাগদী পাড়া এলাকায় রয়েছে তালাপুকুর নামের বড়সড় এলাকার একটি পুকুর। কয়েক শতক ধরে ওই এলাকার কয়েকহাজার মানুষ দৈনন্দিন ব্যবহারের জন্য ওই পুকুর ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি বাইরে থেকে লরিতে করে মাটি এনে মালিকপক্ষ ওই পুকুরের একাংশ ভরাট করছে বলে অভিযোগ। পুকুরের পাড়ে থাকা বেশ কিছু গাছ কেটে ইতিমধ্যেই পুকুরের মধ্যে ফেলা হয়েছে। পুকুরের পাড়ের ধারে জলাভূমির একাংশ বাঁশের ব্যারিকেড করে সেই অংশে ফেলা হচ্ছে কেটে ফেলা গাছের ডাল, মাটি ও অন্য জায়গা থেকে নিয়ে আসা আবর্জনা। ইতিমধ্যেই পুকুরের জলার একাংশ ভরাট করে সেই জায়গা সমতল করে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবী পুকুর ভরাট করে সেই জায়গা চড়া দরে বিক্রি করার উদ্যেশ্যেই এই কাজ করে চলেছে মালিকপক্ষ। বিষয়টি এলাকার মানুষ বারেবারে বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে জানানোর পরও পুরসভার তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আর এখানেই পুকুর ভরাটে পুরসভার মদতের অভিযোগ তুলছেন স্থানীয়রা। এলাকাবাসীর তোলা পুকুর ভরাটের অভিযোগ মানতে চায়নি পুকুরের মালিকপক্ষ। তাঁদের দাবী দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পুকুরের পাড় ভেঙে পড়েছে। সেই পাড়ই সংস্কার করা হচ্ছে। পুকুর ভরাটের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অবশ্য পুরসভা মালিকপক্ষকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct