নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের বার্ষিক কালচারার অনুষ্ঠানে স্বল্প বসনে চটুল নাচ।আর তাতে উপভোগ করে ছাত্রদের নাচ।আর সেই ছবি যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।ঘটনাটি মালদার গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ে বার্ষিক কালচারাল অনুষ্ঠানে।আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে,শনিবার ছিল গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে তূণমুলের যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ একাধীক তৃণমুল নেতৃত্ব উপস্থিত ছিলো। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।সেখানে দেখা যায় বিশ্ব বিশ্ব বিদ্যালয়ের স্টেজে স্বল্প বসনে মহিলার গানের তালে নাচ। যা দেখতে ভীর জমায় বহু মানুষ। আর বিশ্ব বিদ্যালয়ে এই ধরনের চটুল নাচ যা সাংস্কৃতি দৃষ্টি কটু বলে মনে করছেন রাজনৈতিক ব্যাক্তত্ব। জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার বলেন, জানিনা ভিডিওটি দেখিনি। আমাদেরকেও আমন্ত্রণ করেছিল কালকে কেউ আসার কথা ছিল।এইসব কিছু ছেলে পেলে গৌড়বঙ্গে যে ইউনিভার্সিটি সেখানে সব রাজনৈতিক সংগঠনের আছে। কেউ না কেউ তৃণমূলের সংগঠনকে ইউনিভার্সিটিতে দুই চার জন লোক বদনাম করার চেষ্টা করছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গোটা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct