রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: আগামী লোকসভা নির্বাচনের আগে পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলাকে বিশেষ নজর দিতে চলেছে তৃণমূল সরকার। মুর্শিদাবাদ জেলায় প্রতিটি প্রান্তে উন্নয়ন পৌছে দিতে এবং মানুষের অভাব অভিযোগ জানতে তার সঙ্গে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে বহরমপুরে আসছেন মুখ্যমন্ত্রী জানালেন কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ।
৩১ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে দুই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করার জন্য আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলা প্রশাসন সূত্রের খবর বহরমপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী দুই জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠকের পর দুই জেলাতে কয়েকশো কোটি টাকা ব্যায়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। জানা গিয়েছে ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী বহরমপুর শহরে মালদা এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করবেন।মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য ইতিমধ্যেই বহরমপুর স্টেডিয়ামকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। দুই জেলার প্রশাসনিক কর্তাদের বসার জন্য সেখানে বড় প্যান্ডেল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার শতাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। দুই জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদেরকে নিয়ে স্টেডিয়াম মাঠে একটি জনসভাও করতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct