আপনজন ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন খসড়া নির্দেশিকা অনুসারে, এসসি বা এসটি বা ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত কোনও শূন্যপদ যদি এই বিভাগগুলি থেকে পর্যাপ্ত প্রার্থী না পাওয়া যায় তবে তাকে অসংরক্ষিত ঘোষণা করা যেতে পারে। সাধারণত তফসিলি জাতি, উপজাতি বা উপজাতি বা ওবিসি-র জন্য সংরক্ষিত কোনও শূন্যপদ তফসিলি জাতি, উপজাতি বা ওবিসি প্রার্থী ছাড়া অন্য কোনও প্রার্থী পূরণ করতে পারেন না। তবে ই্উজিসির খসড়া প্রস্তাবে বলা হয়েছে ডি-রিজার্ভেশনের পদ্ধতি অনুসরণ করে কোনও সংরক্ষিত শূন্যপদকে অসংরক্ষিত ঘোষণা করা যেতে পারে, যেখানে পরে তা অসংরক্ষিত শূন্যপদ হিসাবে পূরণ করা যেতে পারে। যদিও সরাসরি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত শূন্যপদ সংরক্ষণে সাধারণ নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভারত সরকারের সংরক্ষণ নীতি বাস্তবায়নের নির্দেশিকা’ মতামত আহ্বান করা হয়েছে। ইউজিসির সিদ্ধান্তের বিরুদ্ধে জেএনইউ স্টুডেন্টস ইউনিয়ন ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমারের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct