আপনজন ডেস্ক: একই দিনে মালদা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর কর্মসূচি। আগামী ৩১ শে জানুয়ারি বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বিহার থেকে মালদা জেলায় প্রবেশ করবেন রাহুল গান্ধী।আর সেদিনই মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার (ডি এস এ) ময়দানে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা।আর একই দিনে দুই দলের শীর্ষ নেতা-নেত্রীদের সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের অভিযোগ তাদের কর্মসূচি পূর্ব ঘোষিত। আর সেদিন মালদহ জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রাখা হয়েছে। কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কংগ্রেসকে কটাক্ষ তৃণমূলের। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তৃণমূল থেকে সরে যাচ্ছে আতঙ্কিত হয়ে গেছে শাসক দল দাবি বিজেপির। ৩১ শে জানুয়ারি বিহারের কাটিয়ার থেকে মালদার হরিশ্চন্দ্রপুর, রতুয়া হয়ে ইংরেজ বাজারে আসবেন রাহুল গান্ধী।রাত্রি যাপন করবেন মালদার সুজাপুরে। এরপর ১ তারিখ মালদা থেকে মুর্শিদাবাদে পৌঁছাবেন।৩১ তারিখেই ইংরেজ বাজারের ডিএসএ ময়দানে রয়েছে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা।জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালিসাধন রায়ের অভিযোগ, তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে আর সেই কারণে তাদের কর্মসূচি লন্ডভন্ড করার জন্য ইচ্ছে করে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রাখা হয়েছে। পুলিশ প্রশাসনকে ব্যতিব্যাস্ত করে তোলাই উদ্দেশ্য। পাল্টা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার বলে, এই রাজ্যে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। একই দিনে রাহুল গান্ধি ন্যায় যাত্রা করবেন। আর মুখ্যমন্ত্রীর নিজস্ব প্রশাসনিক সভা রয়েছে।সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তৃণমূল থেকে সরে যাচ্ছে আতঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল আর সেই কারণেই কংগ্রেসের কর্মসূচির দিন ইচ্ছে করে প্রশাসনিক সভা রাখা হয়েছে কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর। তবে একই দিনে দুই হেভি ওয়েট নেতার এই কর্মসূচি ঘিরে চরম কর্মব্যস্ততা এখন প্রশাসনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct