আমার বাবা
সুমাইয়া সুলতানা
বাবা আমার অনেক ভালো,
শাসন সেবা করে ৷
সে বাবারই কোলে আমি,
জন্মেছি এই ঘরে ৷
বাবার কথা মনে এলেই ,
বুকে আসে বল!
যদি তুমি মিথ্যা বলো,
ভুল করো আর যায়-ই করো!
বাবার চোখে পড়বে ধরা ৷
বাবা আমার অনেক জ্ঞানী
বিচার বসাই মাসে মাসে ৷
ভুল গুলো সব শুধুরিয়ে দেয়
হাজার বকার শেষে ।
বাবা বলেন-- “করিস না ভয় আমাকে ৷
করবি ভয় তাঁকে ,
যে তোকে বানিয়েছে
সৃষ্টির সেরা করে !”
আমার বাবার মাথাই আছে --
গাদা গাদা উদাহরণ,
সেই উদাহরণ দিয়ে বুঝিয়ে আমায়
করে খারাপ কাজের বারণ।
আর যেখানেই যায় না রে ভাই,
লাগবে বাবার অনুমতি !
অনুমতি ছাড়াই গেলে,
ভাঙবে পিঠের বাতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct